NE UpdatesAnalyticsFeature Story
আইনি প্যাঁচে রাজ্যের ৫২০০ শিক্ষক, হাইকোর্টে শুনানি গ্রহণ
গুয়াহাটি, ১৬ জুন ঃ সাম্প্রতিককালে নিয়োগ পাওয়া নিম্ন ও উচ্চ প্রাথমিক ৫২০০ শিক্ষক এ বার আইনি প্যাঁচে পড়লেন। এই শিক্ষকদের খুব শীঘ্রই আইনি নোটিশ পাঠানো হবে। বৃহস্পতিবার গৌহাটি হাইকোর্টের গ্রহণ করা এক শুনানির পর এই শিক্ষকদের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। শিক্ষা বিভাগের কিছু পরিকল্পনাহীন সিদ্ধান্তের জন্য এই শিক্ষকরা আইনি জটিলতায় পড়েছেন। চাকরিতে যোগদান করা এই শিক্ষকদের বিচারাধীন একটি মামলার পক্ষ করার জন্য বৃহস্পতিবার হাইকোর্ট এক নির্দেশ জারি করেছে।
উল্লেখ্য, রাজ্য সরকার নিম্ন ও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় ভাষাকে অগ্রাধিকার দিয়ে সি টেট প্রার্থীদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল। যার জন্য বাইরের রাজ্যের সি প্রার্থীরা স্থানীয় ভাষা অর্থাৎ অসমিয়া ভাষা না জেনেই নিম্ন ও উচ্চ প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগ লাভ করার পথ প্রশস্ত হয়েছিল। সেজন্য অসমের কয়েকজন টেট উত্তীর্ণ প্রার্থী সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে লিখিত আবেদন করেছিলেন।
পরবর্তী সময়ে গৌহাটি হাইকোর্ট মামলাটির শুনানি গ্রহণ করে নিম্ন ও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকার সময়ই এক লক্ষ নিয়োগের লক্ষ পূরণ করতে গিয়ে কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে নিম্ন ও উচ্চ প্রাথমিক স্তরে ৫২০০ শিক্ষককে নিযুক্তি প্রদান করেছিল। প্রসঙ্গত, নিয়োগপত্রের একটি অংশে উল্লেখ রয়েছে যে, হাইকোর্টে চলতে থাকা একটি মামলার ওপর তাঁদের চাকরির ভবিষ্যত নির্ভর করবে।