Barak UpdatesHappeningsBreaking News
রাধামাধব কলেজে নিউজ লেটার ‘সচেতনতা’র আবরণ উন্মোচন
ওয়ে টু বরাক, ৮ জুন : রাধামাধব কলেজ স্টুডেন্ট হেল্থ কেয়ার সেন্টারের নিউজ লেটার “সচেতনতা”-র ১৩তম বর্ষের আবরণ উন্মোচন হয় বৃহস্পতিবার। এ দিন কলেজ প্রেক্ষাগৃহে ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড. অসীমা রায়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানের মুখ্য অতিথি শিলচর সিভিল হাসপাতালের অবসরপ্রাপ্ত চিফ মেডিক্যাল অফিসার ডাঃ সুব্রত নন্দী এই নিউজ লেটারের আবরণ উন্মোচন করেন।সেইসঙ্গে রাধামাধব কলেজ স্টুডেন্ট হেল্থ কেয়ার সেন্টারের উদ্যোগে ও আইকিউএসি-র তত্ত্বাবধানে ‘থেলাসেমিয়া’-র ওপর আয়োজিত এক সজাগতা অনুষ্ঠানেও মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি ডাঃ সুব্রত নন্দী বলেন, রাধামাধব কলেজের পরিবেশ অত্যন্ত ভাল লেগেছে। এই কলেজে আগামী দিনে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে যেকোনও অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। থেলাসেমিয়া রোগ থেকে ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে পারে এবিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
এদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডঃ অসীমা রায় নিজ বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিগত কুড়ি বছর ধরে রাধামাধব কলেজে স্টুডেন্ট হেল্থ কেয়ার সেন্টার চলে আসছে। তিনি বলেন, স্টুডেন্ট হেল্থ কেয়ার সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড গ্রুপ পরীক্ষা ছাড়াও বিভিন্ন সচেতনতা মূলক কার্য্যক্রম অনুষ্ঠিত হয়। যারমধ্যে থেলাসেমিয়া, কোভিড সচেতনতা, হিমোগ্লোবিন টেস্ট ও মাদক সেবনের বিরুদ্ধে সজাগতা সভা অনুষ্ঠিত হয়েছে বিগত দিনে এবং আগামী দিনেও ছাত্রছাত্রীদের বৃহৎ স্বার্থে এ ধরনের কার্যক্রম নেওয়া হবে। ডাঃ সুব্রত নন্দীর বক্তব্য থেকে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড. অসীমা রায়। এ দিনের অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আইকিউএসির কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী। কলেজের আমন্ত্রণে সাড়া দিয়ে এগিয়ে আসার জন্য ডাঃ সুব্রত নন্দীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা স্বর্ণালী রায় চৌধুরী।
উল্লেখ্য, এ দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কালীপদ দাশ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. জীবন দাশ, সুরভি ঘোষ ও ড. বিধান বর্মণ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা যথাক্রমে ড. নবনিতা দেবনাথ ও শবনম সরংসা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা নম্রতা নাথ, বাণিজ্য বিভাগের প্রধান ড. রূপম রায় প্রমুখ।