Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাছাড় কলেজের এনএসএস ইউনিটের চারদিন ব্যাপী অনুষ্ঠান
সচেতনা সভা, বৃক্ষরোপণ, আন্তঃকলেজ চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতা
ওয়েটুবরাক, ৫ জুন : প্রতি বছরের মতো এবারও কাছাড় কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং কৃষ্ণকান্ত সন্দিকৈ মুক্ত বিশ্ববিদ্যালয় অধ্যয়ন কেন্দ্র, এনসিসি ইউনিট এবং উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ২ থেকে ৪ জুন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার তথা প্রাণিবিদ্যা বিভাগের সহকারীঅধ্যাপক ড. জয়ব্রত নাথ জানান, ভারত সরকারের ‘লাইফ’ প্রচারণার অংশ হিসেবে, কলেজে এবং দত্তকগ্রাম ‘মাসুঘাট’ এ সচেতনতামূলক বক্তৃতা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান, আন্তঃকলেজ চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়। ২ জুন, ‘বিট প্লাস্টিক পলিউশন’ বিষয়ের উপরে আন্তঃকলেজ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কাছাড় কলেজের পল্লব কান্তি নাথ প্রথম, বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের অভিষেক কুমার সোম দ্বিতীয় এবং রামানুজ গুপ্ত ডিগ্রি কলেজের শিবাং সিনহা ও কাছাড় কলেজের সুপ্রমা পাল যৌথ ভাবে তৃতীয় স্থান অধিকার করেন।
৩ জুন, শনিবার সকাল ১১টায় দত্তক গ্রামের ‘মাসুঘাট উচ্চ বিদ্যালয়ে’ সচেতনতামূলক বক্তৃতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সচেতনতামূলক সভায় উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান ড. মকুল কুমার বরুয়া কীভাবে প্লাস্টিকজাত দূষণ জীববৈচিত্র্যের ক্ষতির জন্য দায়ী এবং কীভাবে আমরা আমাদের দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করে প্লাস্টিকজাত দূষণ এড়াতে পারি, তা তুলে ধরেন। অধ্যাপক ড. জয়ব্রত নাথ তাঁর বক্তৃতার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাঁচানোর অভিযানে স্বেচ্ছায় অংশগ্রহণ করতে বিদ্যালয়ের বক্তা- ছাত্রদের উৎসাহিত করেন। অনুষ্ঠান শেষে এনএসএস স্বেচ্ছাসেবক এবং উপস্থিত সদস্যরা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ বাঁচানোর অঙ্গীকার গ্রহণ করে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন।
৪ জুন, কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়৷ সেখানে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, প্রশাসনিক কর্মী, এনএসএস স্বেচ্ছাসেবক এবং মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে ১০০টি চারা রোপণ করেন। ৫ জুনেও সকাল ৮টায় এনসিসি ক্যাডাররা কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করেন। সে দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সুদীপ কুমার দাসের পৌরহিত্যে কলেজে ‘ইকো ক্লাবের’ উদ্বোধন, বক্তৃতা ও আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাতে প্রখ্যাত সর্প উদ্ধারকারী সচেতনতামূলক বক্তা ত্রিকাল চক্রবর্তী কীভাবে মানুষ ও প্রাণীর নিরন্তর দ্বন্দ্ব সর্পের বৈচিত্র্য হ্রাস করতে পারে তা নিয়ে বক্তব্য রাখেন৷ তিনি তাঁর তৈরি বড়াইল সংরক্ষিত বনাঞ্চলের উপর একটি ডকুমেন্টারি ভিডিও দেখান। সভার শেষে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতু দেবনাথ ‘ইকো ক্লাবের’ লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ৫ জুনের আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতায় রামানুজ গুপ্ত ডিগ্রি কলেজ, কাছাড় কলেজ এবং রাধামাধব কলেজ দল যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। কলেজের সকল অধ্যাপক-অধ্যাপিকা, বিশেষ করে প্রাণিবিদ্যা বিভাগের বিরূপাক্ষ্য পাল চৌধুরী, রসায়ন বিভাগের ড. দীপ্যমান মোহন্ত, উদ্ভিদবিদ্যা বিভাগের ড. দেবাশিস দেব এবং মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাছাড় কলেজ সমন্বয়ক ড. শঙ্কর শর্মা এই সমস্ত অনু ষ্ঠান আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন।