NE UpdatesHappeningsBreaking News

মিজোরামে নিগ্রহ, আসাম সরকারের হস্তক্ষেপ চাইলেন অমিজো ব্যবসায়ীরা

ওয়েটুবরাক, ২৭ মে : মিজোরামে অ-মিজোদের ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়েছে ইয়ং মিজো অ্যাসোসিয়েশন। এ নিয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হলেন অ-মিজো ব্যবসায়ীরা। ফোরাম ফর প্রোটেকশন অব নন-মিজোস জানায়, ওয়াইএমএ ১৫ মে সব অ-মিজোদের ব্যবসা গুটিয়ে ফেলার ফতোয়া জারি করেছিল। এর পর থেকে একে একে বাংলা ও হিন্দিভাষী ৯১ জন ব্যবসায়ীর দোকান তারা জোর করে বন্ধ করে দিয়েছে। কোনও ব্যবস্থাই নিচ্ছে না পুলিশ-প্রশাসন। অ-মিজো সংগঠনের দাবি, মিজোরাম থেকে অ-মিজোদের তাড়িয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই এ ক্ষেত্রে কেন্দ্র সরকার, মিজোরাম সরকার ও অসম সরকারের অবিলম্বে হস্তক্ষেপ দাবি করা হয়েছে। তারা দাবি করেন, ওয়াইএমএ সেখানে সমান্তরাল সরকার চালাচ্ছে। যে সব বাংলাভাষী ও হিন্দিভাষীর দোকান জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে সরকার সেগুলি খোলার ব্যবস্থা করুক ও নিরাপত্তা নিশ্চিত করুক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker