Barak UpdatesHappeningsBreaking News

ডেফোডিলসে উত্তীর্ণ ৯৩ জনের মধ্যে প্রথম বিভাগে ৮৪, লেটার ১৯৮টি

ওয়ে টু বরাক, ২২ মে ঃ শিলচরের ডেফোডিলস স্কুলও মাধ্যমিকে ভাল ফল করেছে। মোট ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৩ জন। ডিস্টিংশন পেয়েছে ১১ জন ও স্টার মার্কস ২১ জনের। উত্তীর্ণ ৯৩ জনের মধ্যে প্রথম বিভাগে ৮৪ জন ও দ্বিতীয় বিভাগে ৯ জন। লেটার মার্কস এসেছে ১৯৮টি। এর মধ্যে ইংরেজিতে ৮৪টি, সাধারণ গণিতে ২৬টি, সাধারণ বিজ্ঞানে ২৮টি, সমাজ বিজ্ঞানে ২৭টি, বাংলায় ২টি, হিন্দিতে ২টি, ঐচ্ছিক গণিতে ১০টি, কম্পিউটারে ১৪টি, ফাইন আর্টসে ৪টি ও মিউজিকে ১টি লেটার রয়েছে।

স্কুলের মধ্যে ৯৩.৮৩ শতাংশ নম্বর পেয়ে সেরা হয়েছে অনুসূয়া দাস, ৯২.৫ শতাংশ পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপক আরতি সিং ও ৯০.৮৩ শতাংশ পেয়ে স্কুলের তৃতীয় সর্বোচ্চ নম্বর প্রাপক নন্দিতা গোয়ালা। স্টেট হাইয়েস্ট মার্কস পেয়েছে ৪ জন। এর মধ্যে দুজন ইংরেজিতে ও দুজন ঐচ্ছিক গণিতে রাজ্যের সর্বোচ্চ নম্বর পেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker