NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

লক্ষীপুরে শরণার্থী স্রোত অব্যাহত, খোঁজ নিলেন শিলচরের সাংসদ, জিরিবামের বিধায়ক

ওয়েটুবরাক, ৬ মে : মণিপুর থেকে আসা শরণার্থীদের সংখ্যা ক্রমে বাড়ছে৷ শনিবারও  এসেছেন পাঁচ শতাধিক নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ৷ মোট শরণার্থী ১৭০০ ছাড়িয়ে৷ ফলে কাছাড়ের লক্ষীপুর মহকুমা প্রশাসনকে শিবির বাড়াতে হয়৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই সময়ে শিবির সংখ্যা বেড়ে সাতটি হয়েছে৷ শনিবার পৃথক ভাবে শরণার্থী শিবির পরিদর্শন করে তাঁদের সঙ্গে কথা বললেন শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় ও জিরিবামের বিধায়ক মহম্মদ আসাবউদ্দিন৷

ডা. রাজদীপ বলেন,  মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা শরণার্থীদের সম্পর্কে নিয়মিত খবর রাখছেন৷ তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন৷

বিধায়ক আসাবউদ্দিন বলেন, মণিপুরের জিরিবামে তেমন কোনও উত্তেজনা নেই৷ একটি হিংসাত্মক ঘটনা ঘটেছিল বটে, কিন্তু তা মণিপুরি-জনজাতি সংঘাত সম্পর্কীত নয়৷ তিনিও তাঁর মুখ্যমন্ত্রীর কথা বললেন৷ জানালেন, এন বীরেন সিংহ তাঁকে শরণার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের ফিরিয়ে নিতে বলেছেন৷ শরণার্থীরা অবশ্য তাঁদের নিরাপত্তাহীনতার কথা বিধায়ককে জানিয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করতে আর্জি জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker