Barak UpdatesHappeningsBreaking News

বুলডোজারে ভাঙা হল গণসুর-ক্লাব ওয়েসিস

ওয়েটুবরাক, ২৬ এপ্রিল : জেলা প্রশাসনের নির্দেশে বুলডোজার লাগিয়ে ভাঙা হল শহরের ঐতিহ্যবাহী গণসুর এবং ক্লাব ওয়েসিসের দোতলা ভবন৷ মঙ্গলবারই বিষয়টা আঁচ করা গিয়েছিল৷ ক্লাবকর্তারা তাদের ভবন বাঁচিয়ে নালা নির্মাণের আর্জি জানিয়েছিলেন৷ কিন্তু কর্তৃপক্ষ মানতে রাজি হয়নি৷

প্রশাসনের বক্তব্য, জল নিষ্কাশনের সুবিধার্থেই ওই জায়গায় আরও একটি নালা নির্মাণ প্রয়োজন৷ ফলে জমি দখলমুক্ত করা জরুরি হয়ে পড়েছে৷

ক্লাবকর্তারা বিস্মিত, নালার কাজ বহুদিন ধরে চলছে৷ কিন্তু এই দিকে ভাঙার কোনও কথা হয়নি কোনওদিন৷ আচমকা কী করে পুরনো পরিকল্পনা বদলে তাদের ভবন ভাঙা শুরু করল! তাঁদের আক্ষেপ, একবার প্রশাসন তাদের নোটিশ দেওয়ারও প্রয়োজন মনে করেনি৷

তাঁরা জানান, ১৯৭২ সালে যাত্রা শুরু করে গণসুর৷ পরে গড়ে ওঠে ক্লাব ওয়েসিস৷ দুই বছর আগেই ঘটা করে পঞ্চাশ বছর পূর্তি হয়েছে গণসুরের৷ খেলাধূলা ও এলাকার সাংস্কৃতিক আন্দোলনে গণসুর দীর্ঘকাল ধরে বিশেষ ভূমিকা পালন করে চলেছে৷ তবে ক্লাবঘর না থাকলেও তাঁদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছেন তাঁরা৷

ক্লাবের অন্যতম কর্মকর্তা সুব্রত রায় (শম্ভু) আক্ষেপ ব্যক্ত করে সামাজিক মাধ্যমে লিখেছেন, “এক ঐতিহাসিক বিপর্যয়ের সাক্ষী আমরা ৷ গণসুর সাংস্কৃতিক সংস্থা ও ক্লাব ওয়েসিসের ক্লাব ভবন গুঁড়িয়ে দিলো প্রশাসনের বুলডোজার ৷ কোনো কারিগরি নিয়ম কানুনের তোয়াক্কা না করে, পূর্বের নির্মাণ করা ড্রেনের অ্যালাইনমেনকে বৃদ্ধাংগুষ্ঠ দেখিয়ে, সরকারি টাকার শ্রাদ্ধ করে, দু দুটো প্রতিষ্ঠিত সংস্থাকে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগ না দিয়ে একতরফা ভাবে ভেঙেচুরে গুঁড়িয়ে দেয়া হল ৷ একবারও ভাবা হল না, ১৯৭২ সন থেকে নিরলস ভাবে সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসারে দেশ-বিদেশ থেকে বহুল প্রশংসা বয়ে নিয়ে আসা সংস্হা গণসুর ও জেলা ক্রীড়াতে উল্লেখযোগ্য অবদান রেখে আসা ওয়েসিস-এর এতদিনের ইতিহাসকে ৷ কপালে এমন দুর্ভোগ স্বপ্নাতীত ৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker