NE UpdatesHappeningsBreaking News
ঝড়ে লণ্ডভণ্ড তিনসুকিয়া, দুইজনের মৃত্যু
ওয়েটুবরাক, ২৩ এপ্রিল : ঝড়ে শনিবার রাতে অসমের তিনসুকিয়া জেলার দুইজনের মৃত্যু হয়৷ পুলিশ জানিয়েছে, দেবকুমার ঠাকুর নামে এক যুবক মোটর সাইকেলে দমদমা বাজার থেকে বাড়ি ফিরছিলেন৷ পথে একটি গাছ ভেঙে তাঁর ওপর সেখানেই তিনি প্রাণ হারান৷ বিজয় মনকি ঝড়ে ঘর থেকে বার হতেই গাছচাপা পড়ে মারা যান৷ এ ছাড়াও তিনসুকিয়া শহরে রাস্তার ওপর বড় বড় গাছ ভেঙে পড়ে। বহু জায়গায় টেলিফোন ও বিদ্যুতের খুঁটি ভূপতিত হয়। ঘরবাড়ি ভেঙে পড়ায় প্রচুর মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। এলাকার বিধায়ক তথা রাজ্যের শ্রমমন্ত্রী সঞ্জয় কিষান রাতেই বেরিয়ে ভুক্তভোগী জনতার সঙ্গে কথা বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করেন। সোমবার জেলার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।