Barak UpdatesHappeningsBreaking News
কলম্বিয়া থেকে পাচার হওয়া ৭টি স্পাইডার মাংকি উদ্ধার ধলাইয়ে
ওয়ে টু বরাক, ১০ এপ্রিল ঃ বার্মিজ সুপারি ও ড্রাগসের পর পুনরায় এক বড় ধরনের সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। বিরল প্রজাতির ৭টি স্পাইডার বানর ও ২টি লেমুর উদ্ধার করেছে কাছাড় পুলিশ। ধলাইয়ের দেবীপুর এলাকায় একটি পরিত্যক্ত স্থানে খাঁচায় বন্দি থাকা অবস্থায় এই বিরল প্রজাতির বানরগুলো ফেলে রেখে গেছে পাচারকারীরা। এই বানরগুলো মূলত পাওয়া যায় কলম্বিয়ায়। কিন্তু কাছাড় জেলায় এই খাঁচা ভর্তি বানর উদ্ধারে রীতিমতো বিষ্ময়ের সৃষ্টি করেছে।
এ ব্যাপারে কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাতো জানান, গতকাল শেষরাতে পুলিশের দল এই বিরল প্রজাতির বানরগুলো উদ্ধার করেছে। ধলাই বিধানসভা কেন্দ্রের সীমান্তবর্তী দেবীপুর এলাকার এগুলো পাওয়া গেছে। তিনি জানান, উদ্ধার হওয়া বানরগুলোর মধ্যে একটি রেড ফেসড স্পাইডার মাংকিও রয়েছে। তিনি আরও বলেন, বন বিভাগের দেওয়া তথ্য অনুসারে এই প্রজাতি এখানে পাওয়া যায় না। এগুলো সাধারণত দক্ষিণ আমেরিকা, কলম্বিয়া, মাদাগাস্কর ইত্যাদি দেশে পাওয়া যায়। পাচারকারীরা ইন্দোনেশিয়া ও মায়ান্মার হয়ে মিজোরাম আসে। সেখান থেকে কাছাড় জেলা হয়ে পাচারের চেষ্টা চালিয়েছিল তারা।
পুলিশ সুপার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ ধরনের পাচারকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর সঙ্গে রাজ্যের হোক বা আন্তর্জাতিক চক্র, যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাছাড়ে থাকা চিফ কনজারভেটর অব ফরেস্ট জানান, উদ্ধার হওয়া বিরিল প্রজাতির এই বন্যপ্রাণীকে শিলচর থেকে গুয়াহাটি চিড়িয়াখানায় পাঠানো হবে। এগুলোকে নিয়ে যেতে একটি দল এখানে আসছে।