Barak UpdatesHappeningsBreaking News
রাধামাধব কলেজে আমন্ত্রণমূলক বক্তৃতা
ওয়ে টু বরাক, ২৯ মার্চ : রাধামাধব কলেজের ইতিহাস বিভাগের ব্যবস্থাপনায় বুধবার কলেজের কনফারেন্স হলে আয়োজিত হয় এক আমন্ত্রণমূলক বক্তৃতা। অনুষ্ঠানের শুরুতে কলেজের ইতিহাস বিভাগের প্রধান প্রয়াত সুদর্শন গুপ্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায় ও উপাধ্যক্ষ ড. অসীমা রায়। সঙ্গে ছিলেন দুই বক্তৃতানুষ্ঠানের দুই আমন্ত্রিত বক্তা উধারবন্দ জগন্নাথ সিং কলেজের ইতিহাস বিভাগের প্রধান ড. গঙ্গেশ ভট্টাচার্য ও একই কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. স্বপন দাস, রাধামাধব কলেজের আইকিউএসির দুই কো-অর্ডিনেটর ড. সোনালী চৌধুরী ও ড. অরুণাভ ভট্টাচার্য, কলেজের ইংরাজি বিভাগের প্রধান ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, শিক্ষা বিভাগের প্রধান ড. সন্তোষ বরা, বাংলা বিভাগের ড. কালীপদ দাস ও ড. সূর্যসেন দেব, রাজনীতি বিজ্ঞান বিভাগের জীবন দাস, ইতিহাস বিভাগের দুই শিক্ষিকা অনন্যা ভট্টাচার্য ও পারমিতা দে প্রমুখ৷
নির্ধারিত বিষয় “কনসেপ্ট অব হিস্ট্রি” নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ড. গঙ্গেশ ভট্টাচার্য সময় এবং সমাজের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে কীভাবে ইতিহাসের বিভিন্ন বিষয়ের ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নতুন দিশার পথে এগিয়ে যাচ্ছে তা পুঙ্খানুপুঙ্খ ও সহজভাবে পড়ুয়া ও শিক্ষক- শিক্ষিকাদের সামনে তুলে ধরেন।
এরপর আয়োজিত প্রশ্নোত্তর পর্বে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত বক্তা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষিকা অনন্যা ভট্টাচার্য। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের আরেক শিক্ষিকা পারমিতা দে ।
এদিকে, কলেজের ইতিহাস বিভাগের পক্ষ থেকে এদিন একটি দেওয়াল ম্যাগাজিনের উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায়। বিভাগের দুই শিক্ষিকা অনন্যা ভট্টাচার্য ও পারমিতা দে অত্যন্ত সুচারুরূপে দেওয়াল ম্যাগাজিনের বিষয়গুলি উপস্থাপন করায় উপস্থিত সব বক্তাই দুই শিক্ষিকার ভূয়সী প্রশংসা করেন।
অন্যদিকে, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে এদিন আরও একটি আমন্ত্রিত বক্তৃতার আয়োজন করা হয়। “এন ওভারভিউ অব পলিটিক্যাল সায়েন্স” বিষয়ের ওপর বক্তব্য রাখেন আমন্ত্রিত বক্তা উধারবন্দ জগন্নাথ সিং কলেজের সহকারী অধ্যাপক ড. স্বপন দাস। তিনি অত্যন্ত সুচারুরূপে বিষয়টি ছাত্রছাত্রী ও শিক্ষক- শিক্ষিকাদের সামনে উপস্থাপন করেন। পরে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে ছাত্র-ছাত্রী তথা শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিভাগের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আমন্ত্রিত বক্তৃতার জন্য রাধামাধব কলেজের পক্ষ থেকে দেওয়া সাম্মানিক প্রয়াত সুদর্শন গুপ্তের প্রতি সম্মান জানিয়ে প্রয়াতের স্মৃতিতে কোনও কিছু করার জন্য কলেজের ইতিহাস বিভাগের শিক্ষিকা অনন্যা ভট্টাচার্যের হাতে তুলে দেন ড. গঙ্গেশ ভট্টাচার্য।