NE UpdatesHappeningsBreaking News
ধর্মান্তরিতদের জনজাতির সুবিধা খারিজের দাবিতে আন্দোলনে সংঘ পরিবার
ওয়েটুবরাক, ২৮ মার্চ : ধর্মান্তরিতদের জনজাতি তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে আন্দোলনে নামল জনজাতি ধর্ম সংস্কৃতি সুরক্ষা মঞ্চ। রবিবার আরএসএস প্রভাবিত মঞ্চের আহ্বানে গুয়াহাটিতে এক জনজাতি সমাবেশ হয়। সেখানে অভিযোগ ওঠে, খ্রিস্টান মিশনারিরা নানা প্রলোভনে অসমের জনজাতিদের ধর্মান্তরিত করছে। বড়ো, কার্বি, মিসিংদের লক্ষ্য করে এরা জাল বিছায়। প্রলুব্ধ হয়ে যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন, তাঁরা আর নিজেদের কৃষ্টি, সংস্কৃতি পালন করেন না। কিন্তু জনজাতিদের সরকারি সুযোগ-সুবিধা ঠিকই গ্রহণ করেন। তাদের দাবি, তফশিলি জাতির মতো জনজাতি সম্প্রদায়েরও কেউ ধর্মান্তরিত হলে তাঁর আর জনজাতি পরিচিতি বহাল থাকবে না। সূর্য নারায়ণ সুরি, সত্যেন্দ্র সিংহ, প্রকাশ সিংহ উইকে প্রমুখ বলেন, সংবিধানেরর ৩৪১ অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ রয়েছে, তফশিলি জাতি জনগোষ্ঠীর কেউ ধর্মান্তরিত হলে তিনি আর তফশিলি জাতির কোনও সুযোগসুবিধা গ্রহণ করতে পারবেন না। কিন্তু সংবিধানের ৩৪২ অনুচ্ছেদে জনজাতিদের ধর্মান্তরের কথা বলা হলেও তাদের সুবিধা কর্তনের উল্লেখ নেই। মঞ্চ সংবিধানের এই ধারার সংশোধন দাবি করে। রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
গুয়াহাটির খানাপাড়ায় এদিন রাজ্যের সমস্ত জেলা থেকে বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের মানুষ পরম্পরাগত পোশাক পরে সমবেত হন। যেমন পুরুষ, তেমনি ছিলেন মহিলারা। বিভিন্ন স্বশাসিত পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরাও অংশ নেন। বক্তৃতানুষ্ঠানের আগে সবাই নিজস্ব সংস্কৃতির বাদ্যযোগে নাচ-গান পরিবেশন করেন। পরে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে আওয়াজ তোলেন, ধর্মান্তরিতদের দ্বৈত সুবিধা কর্তন করতে হবে। গুয়াহাটিতে এই ধরনের জনজাতি সমাবেশ আগে আর দেখা যায়নি বলেই প্রবীণদের অনেকের অভিমত।