India & World UpdatesHappeningsBreaking News
ফের করোনা বাড়ছে, উচ্চস্তরের বৈঠক সেরে মোদির সতর্কবার্তা
ওয়েটুবরাক, ২৩ মার্চ : ফের দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। পরিস্থিতি পর্যালোচনায় বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে বলেন, সতর্কতায় ঢিলে দেওয়া যাবে না এতটুকুও। সংক্রমণের পুরনো ছবি যাতে আর ফিরে না আসে, তা নিশ্চিত করতে হবে৷
সংক্রমণ ঠেকাতে নতুন করে মাস্ক পরা, দূরত্ববিধি বজায় রাখার মতো সতর্কতামূলক পদক্ষেপের উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী সচিবালয়ের ওই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য)-সহ স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। দেশের করোনা ও ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি এই বৈঠকে সংক্রমণের সম্ভাব্য স্ফীতির মোকাবিলায় কী কী করণীয় তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়৷