NE UpdatesHappeningsBreaking News
আসামেও H3N2 ভাইরাসে এক আক্রান্তের সন্ধান
গুয়াহাটি, ১৬ মার্চ : এ বার আসামেও থাবা বসাল H3N2। গতকাল রাজ্যে প্রথম এই রোগে এক আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট ডাঃ অভিজিত শর্মা এ কথা জানিয়েছেন। এর পরই রাজ্যের প্রতিটি জেলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য জরুরি বার্তা পাঠানো হয়েছে। বাসিন্দাদের মাস্ক পরার কথা বলা হয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জার মতো এই পরিস্থিতিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতর প্রস্তুত বলে জানানো হয়েছে।
ইতিমধ্যে দেশের কয়েকটি রাজ্যে H3N2 ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যের জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মেডিক্যাল সুপারিনটেনডেন্ট। জ্বর, কাশি ইত্যাদি তিনদিনের মধ্যে না কমলে চিকিতসকের কাছে যাওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উল্লেখ করা মতে, এই ভাইরাসে আক্রান্ত হলে রোগী বেশি সময় ধরে জ্বর, কাশি ইত্যাদি রোগে আক্রান্ত হন।