NE UpdatesHappeningsBreaking News

হিমন্তের তৎপরতায় জট কাটল, মেঘালয়-নাগাল্যান্ডে মঙ্গলবার শপথ

ওয়েটুবরাক, ৬ মার্চ : রাত পোহালেই নাগাল্যান্ড ও মেঘালয়ে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব নেবেন কনরাড সাংমা। চতুর্থবার সরকার পরিচালনার জন্য মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করবেন নেইফিউ রিও৷ দুই রাজ্যে বিজেপি ছোট শরিক৷ তবু মন্ত্রিসভা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেডার প্রধান হিমন্ত বিশ্ব শর্মারই৷ রবিবার তিনি দুই রাজ্যের মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনার জন্য দিল্লি ছোটেন৷ সঙ্গে নেন নেইফিউকে৷

দুই রাজ্যে দুই ধরনের জটিলতা দেখা দিয়েছিল৷ হিমন্তের তৎপরতায় সবকিছুরই সমাধান হয়েছে৷  জাদুসংখ্যা উতরানো নিয়ে রবিবার রাত পর্যন্ত স্বস্তিতে ছিলেন না এনপিপি সভাপতি কনরাড সাংমা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তাঁর দল ২৬ আসনে বিজয়ী হয়েছে। পৃথক লড়ে দুইটি আসন জিতেছে বিজেপি। আগের পাঁচ বছরের মতোই জোটে থাকার কথা আগেভাগে জানিয়ে দিয়েছে তারা। এর পরও আস্থা প্রমাণের জন্য তিন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। এ নিয়েই যত মাথাব্যথা ছিল কনরাডের। এইচএসপিডিপি-র দুইজনের সমর্থন আদায়ের পর যখন আরও একজনকে নিজেদের দিকে টানার চেষ্টা করছেন, তখনই তৃণমূল নেতা মুকুল সাংমা সব আয়োজনে জল ঢালতে সক্রিয় হয়েছিলেন। উদ্যোগ নিয়েছিলেন এনপিপি-বিজেপি বাদে সব বিধায়ককে এক ছাতার তলায় আনতে। এর পরই এইচএসপিডিপি কনরাড সাংমাকে সমর্থনে অস্বীকার করে। স্পষ্ট জানিয়ে দিয়েছে, এনপিপি-বিজেপি বিরোধী সরকার গঠন যদি সম্ভব হয়, তবে তাঁরা নতুন জোটের অংশীদার হবেন। দুই বিধায়ক দলীয় সিদ্ধান্ত ছাড়াই কনরাডকে সমর্থন করেছে বলার পাশাপাশি ইঙ্গিত মিলেছে, তাঁরা দলীয় সিদ্ধান্তই মেনে চলবেন।

বিরোধী দলগুলির সকলের জোট বাঁধার প্রক্রিয়া যত এগিয়ে চলেছে, কনরাড সাংমার দুশ্চিন্তা ততই বেড়ে চলেছে। শেষপর্যন্ত অবশ্য মুকুলের দিক থেকে মুখ ফিরিয়ে কনরাডকে সমর্থন জানান ইউডিপির ১১ বিধায়ক ও পিডিপির ২ বিধায়ক৷ ফলে এনপিপির সঙ্গে এখন ৪৫ জনের সমর্থন রয়েছে৷
নাগাল্যান্ডে অবশ্য সে সব জটিলতা নেই। এনডিপিপি-বিজেপি আঁতাত সে রাজ্যে জাদুসংখ্যা অতিক্রম করে ৩৭ আসন জিতেছে। নেইফিউ রিও সর্বসম্মত ভাবে পরিষদীয় দলনেতা মনোনীত হয়েছেন। কিন্তু বিজেপি এখনও তাদের সমর্থন সূচক পত্র তাঁর হাতে তুলে দেয়নি৷ তাঁদের বক্তব্য, পরিষদীয় দলনেতা মনোনয়নের পরই ওই চিঠি প্রদান করা হবে৷ এখনও এরা সে কাজ সেরে উঠতে পারেননি৷ তবে হিমন্ত রিওকে নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সে ব্যাপারেও অনিশ্চয়তা কেটেছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker