Barak UpdatesHappenings
নেতাজি প্রভাত শাখার বার্ষিক উৎসব পালন
ওয়ে টু বরাক, ২৭ ফেব্রুয়ারি : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠার সময় থেকে ব্যক্তি নির্মাণের কাজ করে যাচ্ছে। প্রথম থেকে শাখার মাধ্যমে শিশুকে যদি সঠিকভাবে সংস্কার দেওয়া যায় তাহলে ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে সে সঠিক দিশা দেখাতে পারে। রবিবার রাঙ্গিরখাড়ির মাইকেল মধুসদন সরণিতে ভারত সেবাশ্রম সংঘের অনুমোদিত প্রাঙ্গণে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতাজি প্রভাত শাখার দ্বারা আয়োজিত বার্ষিক উৎসবে বক্তব্য রাখার সময় এ কথাগুলি বলেন বৌদ্ধিক দাতা গোপালকান্তি রায়।
তিনি আরও বলেন, নেতাজি প্রভাত শাখা ১৯৯৪ ইংরেজি থেকে এই নিউ শিলচর এলাকায় শাখা পরিচালনা করে আসছে এবং এই শাখার অনেক স্বয়ং সেবক আজকের দিনে দেশের বিভিন্ন প্রান্তে দেশ ও সমাজের কাজে নিয়োজিত। সকালে প্রথমে সাঙ্গিক গীত পরিবেশন করেন শাখার স্বয়ংসেবক অমল ঋষি। তারপর পবিত্র ভগবত ধ্বজ উত্তোলনের মাধ্যমে বার্ষিক উৎসবের সূচনা হয়। সুভাষিত পাঠ করেন উজ্জ্বল কান্তি দাস লস্কর ও অমৃতবচন পাঠ করেন প্রাণতোষ রায়। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন বিশ্বরাজ চক্রবর্তী।
অনুষ্ঠানে স্বয়ংসেবক মণীন্দ্র দাসের পরিচালনায় উপস্থিত স্বয়ংসেবকরা বিভিন্ন ধরনের ব্যায়ামের কসরৎ দেখান। সমবেত প্রার্থনা ও ধ্বজ প্রণামের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সবশেষে উপস্থিত সবাইকে নেতাজি প্রভাত শাখার পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়। এ দিনের অনুষ্ঠানে স্বয়ংসেবকরা ছাড়াও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নেতাজি প্রভাত শাখার কার্যবাহ মনোজিৎ দাস ও মুখ্য শিক্ষক বিশ্বরাজ চক্রবর্তী।