Barak UpdatesHappeningsBreaking News
লালার সর্বানন্দপুরে নাটক মঞ্চস্থ করে প্রশংসিত পূবালী
ওয়ে টু বরাক, ২৬ ফেব্রুয়ারি : শনিবার লালার সর্বানন্দপুরে প্রচেষ্টা শিক্ষায়াতনের পঞ্চম প্রতিষ্ঠা বর্ষপূর্তি উৎসবে বরাক তথা শিলচরের ঐতিহ্যবাহী পূবালী (সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা একটি নাটক মঞ্চস্থ করেছে। লালার প্রচেষ্টা শিক্ষায়াতনের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত পথযাত্রায় পূবালী সংস্থার কর্মকর্তা ও শিল্পীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ঢাক ঢোল পিটিয়ে এই শোভাযাত্রা সর্বানন্দপুর এলাকায় রাস্তাঘাট মাতিয়ে তোলে এবং বিকেলে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক ও নাচের অনুষ্ঠানের সূচনা হয়। প্রচেষ্টা শিক্ষায়তনের কর্ণধার মিতারানি নাথ চৌধুরী, দিলীপ নাথ, নচিকেতা নাথ, রাজু ভৌমিক, রূপম নাথ চৌধুরী, পুস্মিতা নাথ চৌধুরী এবং পূবালী সংস্থার সাধারণ সম্পাদক প্রণব কল্যাণ দে, উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য্য ও কার্যকরী সদস্য শান্তনু সেনগুপ্ত ছাড়াও সর্বানন্দপুরের বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপ প্রজ্জ্বলন করেন। প্রদীপ প্রজ্জ্বলনের পর পূবালীর কর্মকর্তা ও শিল্পীদের উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
পূবালীর উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য্য এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লালা ও সর্বানন্দপুর এলাকায় নাচ গানের মাধ্যমে একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রচেষ্টা শিক্ষায়াতনের প্রচেষ্টার ভুয়সী প্রশংসা করেন। তিনি আরও জানান, পূবালী সংস্থাও এই প্রত্যন্ত এলাকায় “ইঁদুর দৌড় “নাটক মঞ্চস্থ করে সমাজকে একটি সুস্থ শিক্ষার পরিবেশের বার্তা পৌঁছে দিতে চায়। এই সুযোগ করে দেওয়ার জন্য প্রচেষ্টা শিক্ষায়াতনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সর্বানন্দপুরে প্রথমবারের মত মঞ্চস্থ নাটক “ইঁদুর দৌড়” দেখার জন্য হাজার লোকের ভিড় জমে। এই “ইঁদুর দৌড়” নাটকের নাট্যকার অমল রায়, সংযোজন ও পরিমার্জন জয়া দেব, পরিচালক সুব্রত ভট্টাচার্য্য।
কলাকুশলীরা ছিলেন মঞ্জুশ্রী চৌধুরী, জয়া ভট্টাচার্য্য, মৌসুমী সমাজপতি, সোমা চক্রবর্ত্তী বর্মন, পুস্মিতা নাথ চৌধুরী, ড. বনশ্রী নাথ, মঞ্জুরি দেব পাল, দীপশিখা ভট্টাচার্য্য, শিউলি চক্রবর্ত্তী, নিশীথ চক্রবর্তী, প্রণব কল্যাণ দে, কিশোর বিশ্বাস ও স্বপ্নদ্বীপ চৌধুরী এবং আবহ সঙ্গীতে ড. অজয় বর্মন গৌতম। পূবালী সাধারণ সম্পাদক প্রণব কল্যাণ দে জানিয়েছেন, তারা প্রচেষ্টা শিক্ষায়তনের আতিথ্য এবং সর্বানন্দপুরের জনগণের নাটক দেখার উৎসাহ দেখে আপ্লুত। ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ডে পূবালী প্রচেষ্টা শিক্ষায়তনকে সব ধরনের সাহায্য করবে।