NE UpdatesHappeningsBreaking News
শৌর্যের নতুন পরিভাষা তৈরি করেছেন অরুণাচলবাসী, বললেন রাষ্ট্রপতি
ওয়েটুবরাক, ২০ ফেব্রুয়ারি: অরুণাচল প্রদেশের মানুষ শৌর্যের নতুন পরিভাষা তৈরি করেছেন ও ভারতমাতার সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁরা বীরত্ব ও দেশপ্রেমের নয়া নজির তৈরি করেছেন। প্রথম অরুণাচল সফরে গিয়ে ৩৭ তম পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সীমান্ত নিয়ে বা ভারত-চিন যুদ্ধের উল্লেখ না করেও দ্রৌপদী বলেন, উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম রাজ্য তথা সীমান্তবর্তী রাজ্য হওয়ায় কৌশলগত ও ভৌগলিক দিক থেকে অরুণাচলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানকার পরিকাঠামো বিকাশ জাতীয় সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, পশ্চিম কামেং জেলায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের পরে অরুণাচল এখন বিদ্যুৎ-উদ্বৃত্ত রাজ্যে পরিণত হয়েছে। রাজ্যে জাতীয় সড়ক উন্নয়নে ৪৪ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। সদ্য উদ্বোধন হওয়া ডনি পোলো বিমানবন্দরের মাধ্যমে অরুণাচল ও অন্যান্য রাজ্যের যোগাযোগ উন্নত হবে। দ্রৌপদী আরও বলেন, দেশের জন্য প্রাণ দেওয়া অরুণাচলের বীর যোদ্ধাদের সম্মান জানাচ্ছে কেন্দ্র। তাঁদের আত্মবলিদান ও বীরত্ব দেশবাসীকে অনুপ্রেরণা দেয়। অরুণাচলের পঞ্চায়েতগুলিতে ৪৭ শতাংশ আসন মহিলা প্রতিনিধিদের দখলে। সেই কথা উল্লেখ করে ও এভারেস্টজয়ী আনসু জামসেনপা, শিল্পোদ্যগী টাগে রিতা টাখের নাম নিয়ে মুর্মু বলেন, এখানকার মহিলাও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা বীরদের কাহিনী নিয়ে লেখা বই ও রাজ্যের দেশীয় লোকগাথা নিয়ে তৈরি দুটি অ্যানিমেশন ছবির উদ্বোধন করেন রাষ্ট্রপতি। দু’দিনের সফরে রাষ্ট্রপতি রাজ্য মানবাধিকার কমিশন, লোকায়ুক্ত, রাজ্য খাদ্য কমিশনের যৌথ ডিরেক্টরেট ভবন, ডনি পলো বিমানবন্দর থেকে নাহারলাগুন রেলস্টেশন পর্যন্ত ৪০ কিলোমিটার ডবল লেন রোডের শিলান্যাস করবেন।