India & World UpdatesAnalyticsBreaking News
আইপিএল শুরু ৩১ মার্চ, অংশ নিচ্ছে ১০টি দল
মুম্বই, ১৮ ফেব্রুয়ারি : আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল। দেশের মোট ১২টি স্থানে এই লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধে সাড়ে ৭টা থেকে শুরু হবে। মুখোমুখি হচ্ছে গত বছরের চ্যাম্পিয়ান দল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। লিগ ম্যাচ হবে ৭০টি। এর মধ্যে ১৮ দিন হবে দিনে দুটি করে ম্যাচ। লিগের শেষ ম্যাচ ২১ মে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে।
এ বছর দুটি গ্রুপে রয়েছে মোট ১০টি দলকে। একটি গ্রুপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। অন্য গ্রুপে রয়েছে চেন্নেই সুপার কিংস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
উল্লেখ্য, গুজরাট টাইটান্স গত বছর প্রথমবার খেলতে নেমে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে তারা হারিয়ে দেয় রাজস্থান রয়্যালসকে। গুজরাটের জয়ে গত বছর মুখ্য ভূমিকা নিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া।