NE UpdatesHappeningsBreaking News
অরুণাচল প্রদেশে প্রশ্ন কেলেঙ্কারি, আন্দোলনের চাপে সিবিআই তদন্ত ঘোষণা
ওয়েটুবরাক, ১৮ ফেব্রুয়ারি: অরুণাচলপ্রদেশ লোকসেবা আয়োগের প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে শুক্রবার ইটানগরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্রছাত্রীরা। বিক্ষোভ দমনে লাঠি চালালো পুলিশ। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। ইট-পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশকর্মী সহ ১০ জন জখম হয়েছেন। রাজ্য সরকার আপাতত আয়োগের নতুন সদস্যদের শপথগ্রহণ স্থগিত রাখল। আইজিপি চুখু আপা জানান, ১৪৪ ধারা জারি করার পরেও প্যান অরুণাচল জয়েন্ট স্টিয়ারিং কমিটির ডাকে গণবিক্ষোভ কর্মসূচি চলছিল। কিন্তু প্রতিবাদকারীরা একটি গাড়ি ও একটি মোটরসাইকেলে আগুন লাগানো ও ভাঙচুর শুরু করার পরে পুলিশ বাধ্য হয়ে তাঁদের থামানোর চেষ্টা করে। পরে মুখ্যমন্ত্রী পেমা খান্ডূ আন্দোলনকারীদের দাবি মেনে প্রশ্নফাঁস কেলেঙ্কারির সিবিআই তদন্ত ঘোষণা করেন৷ পিছিয়ে দেওয়া হয় পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের শপথগ্রহণও৷ মুখ্যমন্ত্রী শনিবার আন্দোলনকারীদের আলোচনার জন্য আহ্বান জানান৷
প্রসঙ্গত, কমিশনের এর আগের পরীক্ষাতেও প্রশ্ন ফাঁস হয়েছিল৷ এরও সিবিআই তদন্ত চলছে৷