NE UpdatesHappeningsBreaking News
স্বদলীয় কর্মীদের হাতে ত্রিপুরায় আক্রান্ত মহিলা কমিশনের চেয়ারপার্সন
ওয়েটুবরাক, ১৪ ফেব্রুয়ারি : ভোটের ত্রিপুরায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন নিজে শারীরিক নির্যাতনের শিকার হলেন৷ তাও হামলাকারীরা তাঁর নিজের দলের নেতা-কর্মী তিনি অভিযোগ করেন৷ লিখিত এজাহারে তিনি ধর্মনগর পুরসভার বিজেপি কাউন্সিলার সহ অন্যান্য দলীয় পদাধিকারীদের নাম উল্লেখ করেছেন৷
চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী মঙ্গলবার দুপুরে ধর্মনগর জেলরোড স্থিত সৎসঙ্গ লেনে যুব মোর্চার প্রাক্তন নেতা বিশ্বজিৎ মালাকারের বাড়ি গিয়েছিলেন। সেখানেই বেলা প্রায় একটা নাগাদ অভিযুক্তরা ঝান্ডা নিয়ে বিদায়ী উপাধ্যক্ষ তথা বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেনের নামে ধ্বনি দিতে দিতে গোস্বামীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর অভিযোগ, তাকে টানাহ্যাঁচড়া ও দৈহিকভাবে আক্রমণ করে। শ্লীলতাহানিও করে । তিনি জানান, দুর্বৃত্তদের আক্রমণে তাঁর সঙ্গে থাকা সোনালী ভট্টাচার্য এবং ব্যক্তিগত দেহরক্ষী প্রদীপ বর্মনও আহত হন।
সিপিএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপ-আইপিএফটি জোট শাসনে রাজ্যে নারীদের নিরাপত্তা ও আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিজেপির আক্রমণের হাত থেকে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনও রেহাই পাচ্ছেন না। রাজ্যজুড়ে অস্থির এবং অরাজক পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চাইছে। তাঁরা বর্ণালী গোস্বামীর উপর আক্রমণকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বিধানসভা নির্বাচনকে প্রহসনে পরিণত করার সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে, ভয় মুক্ত পরিবেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সংগঠিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি করেন।