Barak UpdatesHappeningsBreaking News
গবেষককে মারধর, যুব মোর্চার নেতা আটক
ওয়েটুবরাক, ১২ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষকের উপর হামলার অভিযোগে করিমগঞ্জ জেলা যুব মোর্চার সভাপতিকে থানায় আটক করা হয়েছে। গবেষক বিশ্বজিৎ রুদ্রপাল এজাহার দিয়ে জানান, করিমগঞ্জ জেলা যুব মোর্চার সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য শুক্রবার রাত সাড়ে বারোটায় কৃষ্ণাংশু চক্রবর্তী নামে আর এক যুবককে সঙ্গে নিয়ে তাঁর ভাড়াঘরে ঢুকে হামলা চালান। লোহার রড দিয়ে মাথায় মারেন, গলা টিপে ধরেন। প্রাণে মেরে ফেলারই চেষ্টা করেন বলে অভিযোগ সংস্কৃত গবেষক রুদ্রপালের। শনিবার পুলিশ রুদ্রপালের এজাহার নথিভুক্ত করে তদন্তে নামে। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় বিকালে একদল ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করেন। পুলিশ কর্তারা ছুটে গিয়ে বিশ্বরূপকে গ্রেফতারের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করান।
রবিবার কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, বিশ্বরূপকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এটি আদৌ হত্যার চেষ্টা কিনা, খতিয়ে দেখা হচ্ছে। রুদ্রপালের আঘাত গুরুতর নয় বলেই জানিয়েছেন পুলিশ সুপার। রুদ্রপাল এরই মধ্যে শিলচর মেডিক্যাল কলেজ থেকে ছাড়া পেয়ে গিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষকিরণ নাথ বলেন, বিশ্বজিৎ রুদ্রপাল গবেষক বটে, কিন্তু ঘটনাস্থল বিশ্ববিদ্যালয় নয়। এ ছাড়া পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। বিচারাধীন বিষয় নিয়ে তাঁরা এখনই কিছু ভাবছেন না বলেও জানান রেজিস্ট্রার।