Barak UpdatesHappeningsCultureBreaking News

শিলচর বঙ্গভবনে ধামাইল কর্মশালা আজও

ওয়েটুবরাক, ৫ ফেব্রুয়ারি : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতি ও কাছাড় জেলা সমিতির যৌথ উদ্যোগে শনিবার শিলচর বঙ্গভবনে দুদিনের ধামাইল কর্মশালার উদ্বোধন হয়েছে৷ উদ্বোধন করলেন প্রবীণ ধামাইল নৃত্য বিশেষজ্ঞ বীণাপানি নাথ৷ লোক গবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য বরাক বঙ্গের তরফে প্রকাশিত ধামাইল নৃত্যের ওপর একটি ফোল্ডার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন৷  বক্তব্য রাখেন আরেক লোক গবেষক মহবুবুল বারি, বরাক বঙ্গের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইমাদউদ্দিন বুলবুল, সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত ও কাছাড় জেলা সমিতির প্রাক্তন সভাপতি তৈমুর রাজা চৌধুরী৷ কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষার্থীরা অংশ নেন৷ ৮৩ বছর বয়সী বীণাপানি নাথ ছাড়াও প্রশিক্ষণ দেন শিপ্রা পুরকায়স্থ, নীলিমা নাথ ও ঝর্ণা নাথ।

একই অনুষ্ঠানে বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী মঙ্গলা নাথের তিনটি ধামাইল গানের একটি ভিডিয়ো অ্যালবাম উন্মোচিত হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker