Barak UpdatesHappeningsBreaking News
প্রতিদিন দুই ঘণ্টা সাধারণের কথা শুনবেন জেলা পর্যায়ের পুলিশ অফিসার, ঘোষণা নয়া ডিজিপির
ওয়েটুবরাক, ৪ ফেব্রুয়ারি : জনসাধারণের অভাব-অভিযোগ শোনা ও উপযুক্ত পরামর্শ প্রদানের জন্য প্রতিদিন জেলা পর্যায়ের একজন অফিসারকে দায়িত্ব প্রদান করা হবে৷ বেলা এগারোটা থেকে দেড়টা পর্যন্ত তিনি বা তাঁরা জনতার সঙ্গে কথা বলবেন৷ কে কবে ওই বিশেষ দায়িত্ব পালন করবেন, তা প্রতিটি জেলার এসপি চূড়ান্ত করবেন৷ রাজ্যে নতুন ডিজিপির দায়িত্ব গ্রহণের পর জিপি সিংহ এই সিদ্ধান্ত নিয়েছেন৷ তাঁর নির্দেশ পেয়ে এসপি-রা অফিসারদের দায়িত্ব প্রদান শুরু করে দিয়েছেন৷ শনিবারই করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া তাঁর অফিসারদের নিযুক্ত করে নিয়েছেন৷ বরুয়া জানিয়েছেন, সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার তিনি নিজেই এই দায়িত্ব পালন করবেন৷ পরে একদিন করে জনদরবারে বসবেন ক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), ডেপুটি পুলিশ সুপার (সদর), ডেপুটি পুলিশ সুপার (ডিএসবি), ডেপুটি পুলিশ সুপার (বর্ডার)৷