NE UpdatesAnalyticsBreaking News
বেকার সমস্যা দূরীকরণে কোনও ব্যবস্থা নেই বাজেটে : দেবব্রত
গুয়াহাটি, ১ ফেব্রুয়ারি : বুধবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দাখিল করা বাজেট নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। তিনি বলেন, সরকার আয়কর রেহাই দিয়ে মধ্যবিত্তদের কিছুটা স্বস্তি দিলেও বেকার সমস্যা দূর করা, কৃষকের সমস্যা সমাধান করা বা দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী ও সাধারণ নাগরিকের জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তিনি বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় থেকে ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধি করে মুনাফা দ্বিগুণ করার কথা সরকার আগে বললেও সে বিষয়ে বাজেটে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণের ব্যাপারেও বাজেটে কোনও ঊল্লেখ নেই। তিনি অভিযোগ করেন, গ্রামাঞ্চলের মানুষকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে বাজেটে কোনও প্রকল্প গ্রহণ করা হয়নি। এমনকি এনরেগা প্রকল্পের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন ঘটানো হয়নি।