NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদ কনজুমার্স অ্যাসোসিয়েশনের
ওয়েটুবরাক, ৩০ জানুয়ারি : প্ৰাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে ফেব্ৰুয়ারি মাস থেকে বিদ্যুতের মাশুল ইউনিট প্ৰতি ৫০ পয়সা বৃদ্ধির তীব্ৰ প্ৰতিবাদ জানিয়েছে অল আসাম ইলেকট্ৰিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন৷ রাজ্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে রাজ্যের জনসাধারণ যখন জেরবার, ঠিক তখন রাজ্য সরকার জনসাধারণকে কিছু অর্থনৈতিক ছাড় দেওয়ার পরিবর্তে এক বছরের মধ্যেই তিন-চারবার বিদ্যুতের মাশুল বৃদ্ধি করে বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে। তাদের কথায়, ইন্ধনের মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে এক বছরে এতবার মাশুল বৃদ্ধি করা সম্পূৰ্ণ অন্যায়, অযৌক্তিক ও নজিরবিহীন ঘটনা। গত ডিসেম্বর মাসে প্ৰতি ইউনিট ৩০ পয়সা মাশুল বৃদ্ধির বিরুদ্ধে জনসাধারণ যে প্রতিবাদ জানিয়েছিল তাকে গ্রাহ্য না করে ফেব্ৰুয়ারি মাস থেকে পুনরায় ইউনিট প্রতি ২০ পয়সা বৃদ্ধি করা কাৰ্যত জনগণকে লুন্ঠন করার সামিল।
সংগঠনের পক্ষ থেকে এও বলা হয়, অন্যান্য বহু রাজ্যের সরকার যখন দু’শ ইউনিট পৰ্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে গ্রাহকদের দিচ্ছে, তখন আসামে ঘন ঘন মাশুল বৃদ্ধি করে এবং এফ পি পি পি এ না থাকা সময়েও বৰ্দ্ধিত মাশুল সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগের ব্যৰ্থতার দায় সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্ৰে লিপ্ত হয়েছে রাজ্য সরকার। সংগঠনের পক্ষ থেকে সরকারের বিদ্যুৎ মাশুল বৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিলের জোরালো দাবি উত্থাপনের পাশাপাশি জনসাধারণকে এর বিরুদ্ধে তীব্ৰ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।