Barak UpdatesHappeningsBreaking News
ট্রেনে অজ্ঞান সহযাত্রীর জীবন বাঁচিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের পদক নরিয়ামকে
ওয়ে টু বরাক, ২২ জানুয়ারি : প্রতিরক্ষা মন্ত্রকের পদক অর্জন করলেন ৬২ আসাম গার্লস ব্যাটেলিয়ন এনসিসি শিলচর শাখার টিংগেউচিলে নরিয়াম। ট্রেনে যাত্রাকালীন সময়ে মাদকাসক্ত ও ছিনতাই হওয়া একজন সহযাত্রীর জীবন বাঁচিয়ে মানবতার উজ্জ্বল উদাহরণ জনসমক্ষে তুলে ধরলেন তিনি।
নিজের অনুভব ব্যাখ্যা করতে গিয়ে টিংগেউচিলে নরিয়াম জানান, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর হাফলং থেকে শিলচর রেল যাত্রার সময় একজন সহযাত্রীকে নেশাগ্রস্ত অবস্থায় ছিনতাইয়ের শিকার হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি যাত্রীটির জ্ঞান ফিরিয়ে আনার পাশাপাশি তাঁকে হাসপাতালে প্রেরণ করতে সাহায্য করেন। সহযাত্রীর পরিবারকেও বিষয়টি জানান।
তাঁর এই সেবামূলক মনোভাব ও কর্মনিষ্ঠার জন্য কেন্দ্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রক তাঁকে পুরস্কার হিসেবে পদক প্রদান করে। এই সম্মান পাওয়ায় নিজেকে ধন্য ও গর্বিত মনে করছেন টিংগেউচিলে নরিয়াম। তিনি জানান, আগামীতেও দেশ ও সমাজের কাজে নিজেকে নিয়োজিত করে রাখবেন।