NE UpdatesHappeningsBreaking News
নীলমণি ফুকনের প্রয়াণে শোক হিমন্তবিশ্বের, পূর্ণ রাজ্য মর্যাদায় শেষকৃত্য
গুয়াহাটি, ১৯ জানুয়ারি ঃ জ্ঞানপীঠ পুরস্কার জয়ী আসামের বিশিষ্ট কবি-সাহিত্যিক নীলমণি ফুকনের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বিশিষ্ট এই কবির মৃত্যুতে অসম তথা অসমিয়া জাতিসত্ত্বার ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা পূরণ হবার নয় বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান।
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সাহিত্য সৃষ্টির মাধ্যমে অসমের সমাজ জীবনকে ধন্য করা অন্যতম উজ্জ্বল নক্ষত্র কাব্যঋষি নীলমণি ফুকনের পরলোক প্রাপ্তির খবর আমাকে শোকাহত করেছে। জ্ঞানপীঠ পুরস্কার বিভূষিত ফুকনদেব অসমিয়া কবিতা, ভাষা, সাহিত্যে অনন্য স্বাক্ষর রাখার পাশাপাশি সৃষ্টিশীলতার অনন্য পরিভাষা গোটা জাতিকে এগিয়ে নিয়ে গেছে।’ তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, প্রয়াতের শেষকৃত্য পূর্ণ রাজ্য মর্যাদায় সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, বিশিষ্ট কবি নীলমণি ফুকন আজ সকাল ১১টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর রচিত ‘কবিতা’র জন্য তিনি তাঁকে ১৯৮১ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রদান করা হয়। ১৯৯০ সালে কেন্দ্র সরকার তাঁকে দেয় পদ্মশ্রী সম্মান। ১৯৯৭ সালে তিনি পেয়েছেন অসম উপত্যকা সাহিত্য পুরস্কার। ২০২১ সালের ডিসেম্বরে ২০২০ সালের জন্য তাঁকে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয়।