Barak UpdatesHappeningsBreaking News
এনআইএলডি ও সক্ষম সংস্থার দিব্যাঙ্গ সহায়তা শিবির ১২ জানুয়ারি
ওয়েটুবরাক, ১০ জানুয়ারি : সক্ষম সংস্থার আহ্বানে ভারত সরকারের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকোমোটর ডিসেবিলিটি (এনআইএলডি), কলকাতা আগামী ১২ জানুয়ারি তারিখে শিলচর মেহেরপুর অঞ্চলের মাতঙ্গিনী হিন্দি বিদ্যালয়ে এক দিব্যাঙ্গ শনাক্তকরণ শিবিরের আয়োজন করেছে । যেসকল হিতাধিকারীর হুইলচেয়ার, ট্রাইসাইকেল, কানের মেশিন, ক্রাচ ইত্যাদি সামগ্রীর প্রয়োজন রয়েছে তারা উক্ত শিবিরে নিম্নলিখিত তথ্যাদি নিয়ে আসতে পারেন বলে সক্ষমের সম্পাদক মিঠুন রায় জানান ।
১. আধার কার্ড, ২. দুই কপি ফটো,
৩. বিকলাঙ্গ সার্টিফিকেট, ৪. ইনকাম সার্টিফিকেট (এমপি, এমএলএ, সার্কল অফিসার, বিডিও, ওয়ার্ড কমিশনার ও জিপি কর্তৃক ইস্যু)