India & World UpdatesHappeningsBreaking News
৪ হাজার মাসিক আয়ের ব্যক্তির জিএসটি ১.৪ কোটি
৭ জানুয়ারি : যে ব্যক্তির মাসিক আয় ৪ হাজার টাকা, তাকে জিএসটি বিভাগ থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা কর বাকি থাকার নোটিশ পাঠানো হল। স্বভাবতই এ নিয়ে মহা মুশকিলে পড়েছেন জয়সলমীরের নরপত রাম। তিনি মূলত বেকার, কোনক্রমে টুকিটাকি কাজ করে মাসে ৪ হাজার টাকা রোজগার করেন।
স্বাভাবিক ভাবেই তাঁর সঙ্গে জিএসটি-র কোনও সম্পর্ক নেই। কিন্ত জিএসটি দফতরের তরফে তাঁর কাছে কোটি টাকা কর দেওয়ার নোটিশ এসেছে। যা দেখে রীতিমতো বিব্রত বোধ করছেন নরপত। গত ২৯ ডিসেম্বর নরপতের কাছে উত্তর দিল্লির জিএসটি কমিশনারেট থেকে একটি নোটিশ আসে।
তাতে লেখা রয়েছে, ১ কোটি ৩৯ লক্ষ ৭৯ হাজার টাকা কর বাকি রয়েছে তাঁর। আগামী ৯ জানুয়ারির মধ্যে ওই বকেয়া মিটিয়ে দিতে হবে তাঁকে। যা দেখে রীতিমতো ঘাবড়ে যান ওই যুবক। নোটিশ পেয়ে তড়িঘড়ি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে যোগাযোগ করেন নরপত।
তিনি নরপতকে জানান, দিল্লির একটি সংস্থা নরপতের প্যান কার্ড জাল করে ব্যবসা চালাচ্ছে। একইসঙ্গে কোটি কোটি টাকা আয় করছে তারা। ফলে তারাই জিএসটি বাকি রেখে দিয়েছে। সেই কারণেই নরপতের ঠিকানায় ওই কর বাকির বিজ্ঞপ্তি পাঠিয়েছে জিএসটি বিভাগ। এ কথা জানার পর থানায় অভিযোগ দায়ের করতে যান নরপত। কিন্তু পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করেনি। পুলিশ অভিযোগ গ্রহণ না করায় ন্যায়বিচার চেয়ে পুলিশ সুপারের দারস্থ হয়েছেন নরপত।