Barak UpdatesHappeningsBreaking News

চরগোলায় পুরনো সেতু ভাঙতে গিয়ে জখম ৫ শ্রমিক

ওয়েটুবরাক, ৪ জানুয়ারি : করিমগঞ্জ শহরের নিকটবর্তী চরগোলায় জাতীয় সড়কের পাশে কচুয়া নদীর পুরনো সেতু ভেঙে পাঁচজন আহত হয়েছেন৷ তাদের মধ্যে আশঙ্কা জনক অবস্থায় পাঁচজনকে করিমঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অধিকাংশের হাত, পা ও মাথায় আঘাত লেগেছে। আহতরা হলেন
রুবেল হোসেন বড়ভূঁইয়া, আখতার হোসেন বড়ভূঁইয়া, সুবোধ দাস, খাইরুল ইসলাম ও চন্দন দেবনাথ । তাঁরা সেতুটি ভেঙে ফেলার কাজে নিয়োজিত ছিলেন৷ হঠাৎই সেটি নিজে থেকে ভেঙে শ্রমিকদের নিয়ে নীচে পড়ে যায়৷ পাঁচ শ্রমিকই সেতুর নীচে চাপা পড়ে যান৷ অন্যান্য শ্রমিক এবং স্থানীয় জনতা তাদের নীচে থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান৷

জখম শ্রমিকদের মধ্যে শুধু খাইরুলের বাড়ি নিলামবাজারের তালতলায়৷ বাকিরা কাছাড় জেলার বাসিন্দা৷ রুবেল ও আক্তারের বাড়ি মেহেরপুরে, চন্দনের বাড়ি তারাপুরে এবং সুবোধ শ্রীকোণার৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker