Barak UpdatesHappeningsBreaking News
রাতের অন্ধকারে ডলুর ইকো পার্কে আগুন, পুড়ল কয়েকটি ঘর
ওয়ে টু বরাক, ২ জানুয়ারি : নতুন ইংরেজি বছরের প্রথম দিনটিতেই অঘটন। ১ জানুয়ারি বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা জ্বালিয়ে দিয়েছে বড়াইল পাহাড়ের পাদদেশে বন বিভাগের উধারবন্দ রেঞ্জে থাকা ইকো পার্ক। পার্কটি উদ্বোধন হয়েছে ২ মাসও হয়নি। এর মধ্যেই লাগানো আগুনে পার্কের প্রবেশপথে থাকা একটি কক্ষ পুড়ে ছাই হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি পার্ক বন্ধ থাকায় ভেতরে কেউ ছিলেন না। একদিনের ছুটি পেয়ে সেখানে কর্মরত সবাই বাড়ি চলে গিয়েছিলেন। আর এই সুযোগকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। আগুনের খবর পেয়ে মধুরা বিট অফিসার সকালে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন। এরপর তিনি উধারবন্দ থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, ডলু নদীর পাশে প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছিল ইকো পার্কটি। বন বিভাগের অধীনে স্থানীয় জনগণই পার্কটি দেখাশোনার দায়িত্বে ছিলেন। পুরো পার্কটিকে ইকো ফ্রেন্ডলি করে গড়ে তোলা হয়েছিল। আর ইতিমধ্যেই এই পার্কের নাম অনেকের মুখে মুখে ফিরেছে।