Barak UpdatesBreaking News
বিশিষ্ট সার্ভেয়ার, সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব শঙ্কর রায় প্রয়াতRenouned surveyor & cultural activist Shankar Roy passes away
১৪ ফেব্রুয়ারি : শিলচরের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সার্ভেয়ার শঙ্কর রায় বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন। এ দিন সকাল ১১টা ১৫ মিনিটে শহরের নাইটেঙ্গল হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত তিনি মারা যান। বয়স হয়েছিল ৫৯ বছর। রেখে গেছেন স্ত্রী ও তিন মেয়ে সহ বহু আত্মীয় ও গুণমুগ্ধকে। বেশ কিছুদিন থেকেই তিনি ক্যান্সারে ভুগছিলেন। এ দিন সকালে শারীরিক অবস্থা হঠাত করে খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।
তিনি নিজে শিল্পী না হলেও সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত ছিলেন। পরোপকারী, মানবিকতা ও উদার মানসিকতার জন্য তাঁর গুণগ্রাহীর সংখ্যা কম ছিল না। শিলচর পলিটেকনিক এক্স স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন। মূলত তাঁর উদ্যোগেই এই ফোরাম গঠিত হয়েছিল। এই ফোরামের মাধ্যমে নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষায় উপযুক্ত করে গড়ে তোলার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। ফোরামের নতুন সদস্যদের অভিভাবক হিসেবেও ছিলেন তিনি। পেশায় ছিলেন একজন সার্ভেয়ার। শহরের হাসপাতাল রোডে ও শিলংপট্টিতে তাঁদের দুটি বড় দোকানও রয়েছে। শিলচর পাবলিক স্কুল রোডের বাসিন্দা শঙ্কর রায় এলাকার উন্নয়নেও বিশেষভাবে সচেষ্ট ছিলেন। তিনি গণসুর ও ক্লাব ওয়েসিসের সঙ্গেও যুক্ত ছিলেন।
এ দিকে, মৃত্যুর খবর পেয়ে অনেকেই শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে ছুটে গিয়েছেন। তাঁর পরিবারসূত্রে জানা গেছে, তিন মেয়ের মধ্যে দুই মেয়ে বর্তমানে পড়াশোনার জন্য কলকাতা ও গুয়াহাটিতে রয়েছে। ফলে তাঁদের শিলচরে আসার পরেই শুক্রবার সকাল ৬ টায় শেষ যাত্রা শুরু হবে ওনার বাড়ি থেকে ।