NE UpdatesHappeningsBreaking News
দিসপুরে আর্ট অব লিভিঙের মাধ্যমে সৌরশক্তি লাইটের ফ্ল্যাগ অফ মুখ্যমন্ত্রীর
গুয়াহাটি, ১৩ ডিসেম্বর : দিসপুর জনতা ভবন চত্বরে সৌরশক্তি চালিত লাইটের ফ্ল্যাগ অফ করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আর্ট অব লিভিঙের প্রতিষ্ঠাতা রবি শংকরের অনুষ্ঠানের মাধ্যমে এই সৌরশক্তি চালিত লাইট প্রদান করা হয়েছিল। মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, গত ২৫ সেপ্টেম্বর কাজিরঙ্গায় এক চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে আর্ট অব লিভিঙের প্রতিষ্ঠাতা রবি শংকরকে আমন্ত্রণ জানানো হয়।
তিনি আরও বলেন, আর্ট অব লিভিং ২০১৩ সাল থেকে সৌরশক্তির মাধ্যমে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় ও আসামের ৭৬০টি গ্রামের ৩০০০ ঘরকে আলোকিত করার প্রকল্প হাতে নিয়েছে। এর প্রতীকী হিসেবে আজ আর্ট অব লিভিং সৌরশক্তি চালিত লাইট কার্বি আংলঙে পাঠানোর ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আসামের যেসব স্থানে এখনও বিদ্যুৎ পৌছেনি, সেইসব স্থানে সৌরশক্তি চালিত এই লাইটের ব্যবস্থা করা হবে।