NE UpdatesAnalyticsBreaking News
ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠদান করতে হবে বিষয় শিক্ষককে, নয়া নির্দেশPG Teachers shall have to teach now from Class VI to XII
ওয়ে টু বরাক, ১৩ ডিসেম্বর : একজন বিষয় শিক্ষক যে কেবল উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াকেই পাঠদান করবেন তা নয়। এখন বিষয় শিক্ষককে ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের পড়াতে হবে। রাজ্যের শিক্ষা বিভাগ এই গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে। শিক্ষাক্ষেত্র প্রকল্প অনুসারে এই নির্দেশ দিয়েছে মাধ্যমিক শিক্ষা বিভাগ।
মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব ড. বিজয়া চৌধুরীর নির্দেশ অনুসারে শিক্ষার মান উন্নত করতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগে শুধুমাত্র একাদশ শ্রেণিতেই বিষয় শিক্ষকরা পড়াতেন। তবে মাধ্যমিক পর্যায়েও কিছু সংখ্যক বিষয় শিক্ষক পাঠাদান করেছেন। তবে তা বাধ্যতামূলক ছিল না। এখন বিষয় শিক্ষক দিয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠাদান নিয়ম করা হয়েছে।