HappeningsBreaking News
নাগরিকত্ব/১ঃ জেপিসিতে একটি পদ ফাঁকাই ছিলCitizenship: 1st part of 440 pages JPC Report
১০ ফেব্রুয়ারিঃ যৌথ সংসদীয় কমিটির অনুমোদন লাভের পর নাগরিকত্ব (সংশোধনী) বিল ২০১৬ গত ৭ জানুয়ারি লোকসভায় পেশ হয়। ধ্বনিভোটে পাশও হয়ে গিয়েছে এটি। এ বার রাজ্যসভায় ওঠার পালা। কবে একে রাজ্যসভায় আনা হবে, আদৌ এ বার আনা হবে কিনা, সে সব প্রশ্নের মধ্যেও অনেকে জানতে চান, যৌথ সংসদীয় কমিটির যে ৪৪০ পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে, তাতে কী কী লেখা রয়েছে। ওয়েটুবরাক পুরো রিপোর্ট ধারাবাহিকভাবে প্রকাশের উদ্যোগ নিয়েছে।
আজ ১০ ফেব্রুয়ারি প্রাথমিক পর্ব। বলা চলে, নাগরিকত্ব/১।
নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৬ লোকসভায় প্রথমবার পেশ হলে এ নিয়ে আলোচনার পর যৌথ সংসদীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হন। লোকসভা থেকে ২০জন ও রাজ্যসভা থেকে ১০জন সদস্যকে নিয়ে কমিটি গঠিত হন। চেয়ারম্যান মনোনীত হন ড. সত্যপাল সিং। কিন্তু ২০১৭ সালের ২৫ ডিসেম্বর তাঁকে কেন্দ্রীয় ক্যাবিনেটে নিয়ে গেলে নতুন চেয়ারম্যান হন রাজেন্দ্র আগরওয়াল। বাধ্যবাধকতার দরুন চেয়ারম্যান মন্ত্রী হতেই তাঁর জায়গায় নতুন সভাপতি নিয়োগ করা হয়। কিন্তু হরিবংশ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হওয়ার দরুন যৌথ সংসদীয় কমিটি থেকে তাঁকে সরতে হয়। সে জায়গাটি অবশ্য ফাঁকাই পড়েছিল।
অন্য সদস্যরা হলেনঃ লোকসভা থেকে রমেন ডেকা, প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশি, কামাখ্যাপ্রসাদ তাসা, গোপাল সি শেট্টি, ওম বিড়লা, যুগলকিশোর শর্মা, কিরীট পি সোলাঙ্কি, সুনীলকুমার সিং, মীনাক্ষী লেখি, সুশীলকুমার সিং, অধীররঞ্জন চৌধুরী, সুস্মিতা দেব, পি বেণুগোপাল, সৌগত রায়, ভ্রাতুহরি মেহতাব, কে রামমোহন নাইডু, আনন্দরাও আদসুল,বি বিনোদকুমার ও মহম্মদ সেলিম।
রাজ্যসভা থেকে মনোনীত হয়েছিলেনঃ বিনয় পি সহস্রবুদ্ধ, নারায়ণলাল পঞ্চারিয়া, পি ভট্টাচার্য, ভুবনেশ্বর কলিতা, জাভেদ আলি খান, ডেরেক-ও-ব্রায়েন, প্রসন্ন আচার্য, সতীশচন্দ্র মিশ্র ও স্বপন দাশগুপ্ত।
কমিটির সচিবালয়ে ছিলেন কল্পনা শর্মা (যুগ্ম সচিব), ডিআর মোহান্তি (অতিরিক্ত সঞ্চালক), গীতা পারমার (অতিরিক্ত সঞ্চালক), রাহুল সিং (উপ-সচিব) ও পূজা কীর্থওয়াল (সিনিয়র এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট)।
স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা হলেন- রাজীব গাউবা ( স্বরাষ্ট্র সচিব), বিআর শর্মা (বিশেষ সচিব), শৈলেশ (সচিব পদমর্যাদায় রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া), অনিল মালিক (যুগ্ম সচিব, বিদেশি), সত্যেন্দ্র গর্গ (যুগ্ম সচিব, উত্তর-পূর্ব).। আইন ও বিচার মন্ত্রকের প্রতিনিধিরা—–লেজিসলেটিভ ডিপার্টমেন্টে জি নারায়ণ রাজু (সচিব), কে বিসোয়াল (বিশেষ সচিব), ওয়াই এস রাও (ডেপুটি লেজিসলেটিভ কাউন্সেল)। লিগ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে আলোক শ্রীবাস্তব (সচিব), এস আর মিশ্র (বিশেষ সচিব), অঞ্জুরানা রথি (যুগ্ম সচিব)
বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা—বিজয় গোখলে (বিদেশ সচিব), মনপ্রীত ভোহরা (অতিরিক্ত সচিব) ও অমিত নারাং ( যুগ্ম সচিব)।