Barak UpdatesHappeningsBreaking News
বিদ্যুতের মাশুল বৃদ্ধিতে কনজিউমার অ্যাসোসিয়েশনের ক্ষোভ
ওয়েটুবরাক, ২৫ নভেম্বর : আসাম সরকার চুপিসারে রাজ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করায় গভীর ক্ষোভ ব্যক্ত করে ‘অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন’-এর আসাম রাজ্য কমিটি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ বিভাগ গত কয়েকমাস থেকে বিদ্যুতের বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি করে জনসাধারণকে লুন্ঠন করেছে। এখন আবার ইন্ধনের মূল্যবৃদ্ধির অজুহাতে পুনরায় ইউনিট প্ৰতি ৭৯ পয়সা বাড়িয়ে দিয়েছে। এই সিদ্ধান্তকে তারা সম্পূৰ্ণ অন্যায় ও অযৌক্তিক বলে উল্লেখ করেন।
তারা বলেন, দুইমাস আগেও ইন্ধনের মূল্যবৃদ্ধির অজুহাতে ইউনিট প্ৰতি ৩০ পয়সা মাশুল বৃদ্ধি করা হয়েছিল। পুনরায় ৭৯ পয়সা মাশুল বৃদ্ধি করে রাজ্যের লক্ষ লক্ষ গ্ৰাহকদের উপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দিল। সংগঠনের পক্ষ থেকে এই মাশুল বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের জুলুমবাজির বিরুদ্ধে রাজ্যব্যাপী শক্তিশালী গ্ৰাহক আন্দোলন গড়ে তুলতে জনসাধারণের প্ৰতি আহ্বান জানানো হয়।
সংগঠনের কাছাড় জেলা শাখার পক্ষ থেকে পানিভরার জনৈক ব্যক্তির বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যুর ঘটনায়ও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি প্রদান ও মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানেরও জোরালো দাবি জানানো হয়।