Barak UpdatesHappeningsBreaking News
শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করল লায়ন্স ক্লাব অব শিলচর স্কলার্স
ওয়েটুবরাক, ১৫ নভেম্বর : জওহর লাল নেহেরুর ১৩৩ তম জন্মদিন তথা এ বারের শিশুদিবসটি নানা কর্মসূচিতে পালন করল লায়ন্স ক্লাব অব শিলচর স্কলার্স। শিশুদের সামগ্রিক বিকাশের কথা মাথায় রেখে তিনদিন আগে দীননাথ নবকিশোর উচ্চতর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে আবৃত্তি, চিত্রাঙ্কন ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। সেদিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রায় দেড়শো ছাত্রীর মধ্যে সেনিটারি নেপকিন বিতরণ করা হয়৷
মেয়েদের ঋতুস্রাবের সময় কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হয় বা রক্ত বৃদ্ধির জন্য কী কী খাদ্য গ্রহণ করা আবশ্যক, তা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। পুরো দিনের এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিল লিও ক্লাব অব শিলচর স্পার্কলস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ দেবযানী ভট্টাচার্য, বিজয়েতা হালদার, বিশ্বজিৎ সিনহা, সুপ্রভা রাজকুমারী, গাইডিং লায়ন ইন্দ্রানী ভট্টাচার্য ও হেলথ ফর হার-এর ডিস্ট্রিক্ট প্রজেক্ট চেয়ারপার্সন উমা কর, কমলদীপ পুরকায়স্থ ও প্রকাশ চক্রবর্তী।
১৪ নভেম্বর শিশু দিবসেও বহু শিশু ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে মায়ের কোলে কেমোথেরাপি নিচ্ছে। এদের কাছে এই বিশেষ দিনের কোনও তাৎপর্য নেই। তাদের কথা খেয়াল রেখে ক্যান্সার হাসপাতালের শিশুবিভাগের সমস্ত রোগীদের হাতে এদিন ফল, দুধ, কেক, বিস্কুট ও চকলেট তুলে দেন ক্লাবের সদস্যরা।
ক্লাব সভাপতি অরিজিৎ গোস্বামী তাঁর জন্মদিন উপলক্ষে সেদিন সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাবেরী নমঃশুদ্র, পল্লব দে, সুপ্রভা রাজকুমারী, অরিজিৎ গোস্বামী ও ইন্দ্রানী ভট্টাচার্য ।
প্রয়োজনের তাগিদে পথে নেমে রোজগার করা শিশুদের মুখে হাসি ফোটাতে সে রাতে শহরের বিভিন্ন রাস্তায় তাদের প্রিয় চকলেট, চিপস ও বিস্কুট তুলে দেন স্কলার্স ক্লাবের সদস্যরা। সৌজন্যে পল্লব নাথ। উপস্থিত ছিলেন পল্লব নাথ, সুপ্রভা রাজকুমারী, অরিজিৎ গোস্বামী ও ইন্দ্রানী ভট্টাচার্য ।