Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিসৌধ শ্মশানঘাটে নির্মাণের দাবি সম্মিলিত মঞ্চের
ওয়ে টু বরাক, ২ নভেম্বর : শিলচরে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিসৌধ শ্মশানঘাটে নির্মাণের দাবি জানাল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। বুধবার সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের এক প্রতিনিধিদল এ নিয়ে শিলচর পুরসভার কার্যনির্বাহী আধিকারিক আশুতোষ ডেকার সঙ্গে দেখা করে তাঁর হাতে একটি স্মারকপত্র তুলে দিয়েছে।
মঞ্চের পক্ষ থেকে বলা হয়, কামিনী কুমার চন্দ, উল্লাস কর দত্ত সহ যে সব স্বাধীনতা সংগ্রামী শিলচরে দেহ রক্ষা করেছিলেন, তাঁদের স্মৃতিসৌধ এবং স্মারক শিলচর শ্মশানঘাটে নির্মাণ করতে হবে। আর এভাবেই তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।
স্মারকপত্রে শিলচর সদরঘাটের বিসর্জন স্থলের পাশে স্বাধীনতা সংগ্রামী অরুণ কুমার চন্দের মূর্তি সম্বলিত পার্কের ভেতর দিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ তৈরি করার তীব্র বিরোধিতা জানানো হয়। এভাবে পার্ককে ব্যক্তিস্বার্থে ব্যবহার করার চরম বিরোধিতা করা হয়।
এ দিন মঞ্চের সদস্যরা সম্প্রতি শিলঙে সংঘটিত বাংলা ভাষাভাষী মানুষের ওপর হিংসাত্মক অবাঞ্ছিত ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে একটি স্মারকপত্র জেলাশাসকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত জেলাশাসক রাজীব রায়ের হাতে তুলে দেন।
এ দিন মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, সহ সভাপতি মনোজ দেব, সহ সভাপতি সুবীর ভট্টাচার্য, সন্তোষ চন্দ প্রমুখ।