NE UpdatesHappeningsBreaking News
আসামে দশ মাসে দুর্নীতি মামলায় ধরা পড়েছেন ৪৯ জন অফিসার-কর্মচারী
ওয়েটুবরাক, ১ নভেম্বর : গত দশ মাসে আসামে ৫১টি দুর্নীতি মামলায় ৫১জনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের মধ্যে ৪৯ জন সরকারি অফিসার, কর্মচারী৷ বাকি ২ জন হলেন মধ্যস্থতাকারী বা দালাল৷ আজ এই পরিসংখ্যান তুলে ধরেছেন স্পেশাল ডিজিপি জিপি সিংহ৷ তিনি ছয় বছরের তুলনা টেনে দেখান, রাজ্য পুলিশ দুর্নীতি মোকাবিলায় এই সময়ে কতটা সিদ্ধহস্ত৷ তাঁর দেওয়া পরিসংখ্যানে এই ৫১ মামলার ৪৫টিতেই তাঁরা ফাঁদ পেতে অভিযুক্তকে হাতেনাতে ধরেছেন৷ ২০১৭ সাল থেকে গত ছয় বছরে মামলার সংখ্যা ক্রমে ২৭, ২৫, ১৭, ১৬, ১৬ এবং এ বারে এ পর্যন্ত ৫১৷ এর মধ্যে ফাঁদ পেতে গ্রেফতার করা হয়েছে ৯, ১৮, ১২, ১৩, ১১ এবং এ বারের ৪৫টি মামলায়৷ বিভিন্ন বছরে ধরা পড়েছেন ক্রমে ২৩, ২৬, ১৬, ১৮, ১৪ জন এবং গত মাসে ৫১জন৷
তাদের মধ্যে সরকারি অফিসার-কর্মচারী হলেন যথাক্রমে ১১, ১৯, ১৩, ১৬, ১৩ জন এবং এই বছরের জানুয়ারি থেকে অক্টোবর সময়ে ৪৯ জন৷ বাজেয়াপ্ত অর্থের পরিমাণেও গত পাঁচ বছরের তুলনায় এই দশ মাসেই সর্বাধিক৷ ২০১৭ সালে বাজেয়াপ্ত হয় ৮৪ লক্ষ ৭২ হাজার ৯০০ টাকা৷ পরের বছর ৬৮ হাজার ৪৫৫ টাকা৷ ২০০৯ সালে ৩ লক্ষ ৫৮ হাজার ৮৭০ টাকা৷ পরের বছরে হয় ৩৬ লক্ষ ৩৯ হাজার ৪০০ টাকা৷ গত বছরে তা আবার কমে যায়৷ বাজেয়াপ্ত হয়েছিল মাত্র ১২ লক্ষ ৬৬ হাজার ৬০০ টাকা৷ এ বার এ পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে ১ কোটি ১ লক্ষ ৪১ হাজার ৭৫০ টাকা৷
৩১ অক্টোবর শুরু হয়েছে ভিজিল্যান্স সপ্তাহ৷ এই প্রসঙ্গেই মঙ্গলবার জিপি সিংহ তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন৷ তিনি রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার সাম্প্রতিক কালের কাজকর্মের প্রশংসা করেন৷