India & World UpdatesHappeningsBreaking News

ফিরিয়ে দিতে ছয় বাংলাদেশিকে নিয়ে করিমগঞ্জে রওয়ানা

ওয়েটুবরাক, ২৯ অক্টোবর : স্বদেশে ফেরত পাঠানোর জন্য শনিবার সকালে ছয় বাংলাদেশিকে নিয়ে সুতারকান্দি সীমান্তের উদ্দেশে রওয়ানা দিলো পুলিশ৷ সাজার মেয়াদ কাটিয়ে শিলচর ডিটেনশন ক্যাম্পে আটক ছিল ওই ছয় বাংলাদেশি৷ তাদের সঙ্গে ট্র্যাভেল পারমিট মঞ্জুর হয়েছে কামরূপ জেলার বকোর হোমে আটক দুইজনও৷ তাদের অবশ্য শুক্রবারই করিমগঞ্জে নিয়ে এসেছে পুলিশ৷ শনিবার একসঙ্গে আটজনকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হচ্ছে৷

শনিবার সকালে যে ছয়জনকে করিমগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে, তাদের মধ্যে মহম্মদ লাল মিঁয়া কাজি বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা৷  কাছাড় জেলার গুমড়ায় ধরা পড়েছিলেন৷ তাঁর কথায়, কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে এসেছিলেন৷ কাজ পেয়ে করছিলেনও৷ কিন্তু কিছুদিন মজুরি চাইতেই পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে৷

অন্য পাঁচজন করিমগঞ্জে ধরা পড়েছিলেন৷ লালন মিঁয়া লস্কর, আতাবুর রহমান ও মুহিব উদ্দিনের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা এলাকায়৷ আব্দুল মতিন সিলেট জেলার বিয়ানিবাজারের এবং ফরিদ আলম কক্সবাজারের বাসিন্দা৷ লালন, আতাবুররা ডিটেনশন সেন্টার নামের জেল থেকে বেরিয়ে পৃথক ডিটেনশন সেন্টারের দাবি জানিয়ে যান৷ বলেন, এখন জেলের ভেতরে বিদেশিদের দিয়ে সশ্রম কারাদণ্ডের মতো কাজ করানো হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker