Barak UpdatesHappeningsBreaking News

সরকারি স্কুলের পড়ুয়া হলেও আইএমএর পরীক্ষায় রক্তাল্পতা ধরা পড়েনি কারও

ওয়েটুবরাক, ২৮ অক্টোবর : আইএমএ-র সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে শুক্রবার শিলচরেও রক্তাল্পতা বিষয়ক স্বাস্থ্য শিবির করা হয়৷ পাশাপাশি দুটি স্কুলকে বেছে নেওয়া হয়৷ মনমোহন বালিকা বিদ্যালয় ও নিরঞ্জন পাল ইনস্টিটিউট৷ আইএমএর শিলচর শাখার সম্পাদক ডা. অংশুমান ভট্টাচার্য জানান, এটি তাদের মিশন পিঙ্ক হেলথ-এর অঙ্গ৷ এই মিশনে এ দিন মেগা প্যান ইন্ডিয়া অ্যানিমিয়া ডিটেকশন অ্যান্ড কন্ট্রোল ক্যাম্পের আয়োজন করা হয়েছে৷

এ দিন কাছাড় জেলা শাখা দুই স্কুলে মোট তিনশো ছাত্রছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন৷  জেলার মিশন কো-অর্ডিনেটর ডা. শর্মিষ্ঠা ভট্টাচার্য বলেন, চিকিতসকেরা দুই ভাগ হয়ে দুটি ক্যাম্পে উপস্থিত ছিলেন৷  মনমোহন বালিকা বিদ্যালয়ে ডা. শর্মিষ্ঠা নিজে নেতৃত্ব দেন৷  অন্যরা হলেন ডা. অরুণ দেবনাথ, ডা. অরিজিত পাল, ডা. দর্শনা পাটোয়া, ডা. প্রিয়াঙ্কা দেব, ডা. অরিনা রাহা ও ডা. পিনাকী চক্রবর্তী৷ নিরঞ্জন পাল ইনস্টিটিউটে ছিলেন আইএমএ-র জেলা সহসভাপতি ডা. রণবীর পাল, ডা. অলকা ব্যানার্জি, ডা. তিলক উপাধ্যায়, ডা. মণিকা দেব, ডা. হেমন্তী চৌধুরী, ডা. ধ্রুবজ্যোতি নাথ ও ডা. শুভদীপ ভট্টাচার্য৷ সম্পাদক ডা. অংশুমান ভট্টাচার্যও এই ইনস্টিটিউটে ছাত্রদের স্বাস্থ্যপরীক্ষা করেন ৷ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব টেকনিশিয়া্নদের একটি টিম পাঠান৷ ছিলেন কয়েকজন জুনিয়র ডাক্তারও৷

তবে ছাত্র বা ছাত্রীদের মধ্যে কারও তেমন কোনও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়৷ অ্যানিমিয়া বা রক্তাল্পতা মূলত মেয়েদের মধ্যেই দেখা দেয়৷  ডা. শর্মিষ্ঠা বলেন, মনমোহন বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সকলেরই হিমোগ্লোবিন মাত্রা দশের ওপরে ছিল৷ কয়েকজনের একেবারে বর্ডার লাইনে থাকলেও সার্বিক অবস্থাটা উদ্বেগজনক নয়৷ এর পেছনে স্কুলের মি়ডডে প্রকল্পের অবদান রয়েছে বলে মনে করছেন তিনি৷ ডা. রণবীর পাল বলেন, ছাত্রদের মধ্যে রক্তাল্পতা নেই বললেই চলে৷  তবু ডা. অংশুমান ভট্টাচার্য আয়রন সমৃদ্ধ খাবার খেতে ছাত্রছাত্রীদের পরামর্শ দেন৷  তিনি এ দিন কোন কোন খাদ্যে কী পরিমাণ আয়রন রয়েছে, নিরঞ্জন পাল ইনস্টিটিউটে বিস্তৃত বলেন৷

আইএমএ শিলচর শাখার পক্ষ থেকে হিমোগ্লাবিন পরিমাপের সঙ্গে ছাত্রছাত্রীদের পেনসিল, কলম, রাবার, হেলথ ড্রিঙ্ক ইত্যাদি প্রদান করা হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker