Barak UpdatesHappeningsBreaking News

নরসিং স্কুলে বিষধর সবুজ সাপ! ধরে নিলেন বনকর্মীরা

ওয়েটুবরাক, ২৬ অক্টোবর : নরসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাশরুমে বিষধর সাপ ! এ দিন স্কুলে পরীক্ষা ছিল৷ পরীক্ষা দিতে ক্লাশের ভেতরে ঢুকতেই সবুজ সাপটি ছাত্রদের নজরে আসে৷ শিক্ষকরাও দেখে আঁতকে ওঠেন৷ শিক্ষিকা মধুছন্দা চৌধুরীই একে প্রথম শনাক্ত করেন৷ সবাইকে সতর্ক করে দেন৷ বলেন, এটি গ্রিন পিট ভাইপার৷ বিষধর সাপ৷ অধ্যক্ষ দ্রুত স্কুলের বিপরীতে থাকা ডিএফও অফিসে খবর দেন৷ বনকর্মীরা দুই সর্প বিশেষজ্ঞকে নিয়ে গিয়ে সাপটি ধরে আনেন৷

ডিএফও তেজস মরিস্বামী জানান, এ দিনই একে বড়াইলের ঘন জঙ্গলে ছাড়া হয়েছে৷ গ্রিন পিট ভাইপার বিষাক্ত বলে একে দেখলেই বনবিভাগে খবর দিতে বলেন তিনি৷ পাশাপাশি জানান, একে নিয়ে ভয় পাওয়ার বা অতিরিক্ত গুরুত্ব দেওয়ার মতো কিছু নয়৷ আঘাত না পেলে এরা ছোবল দেয় না৷

আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন পার্থঙ্কর চৌধুরী শোনান, গ্রিন পিট ভাইপার বিষাক্ত সাপ বটে, কিন্তু এই অঞ্চলে প্রচুর পাওয়া যায়৷ বিশ্ববিদ্যালয় চত্বরেও অনেক রয়েছে। স্থানীয় কথায় একে লাউডুগি সাপ বলা হয়৷ পুথিগত বাংলা নাম গেছো বুড়া সাপ৷

গুরুচরণ কলেজের শিক্ষিকা দেবীপ্রীতা দত্ত বলেন, ইদানীং এই প্রজাতির সাপ শিলচরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে৷ কিছুদিন আগে শিলংপট্টিতে একটি উদ্ধার হয়েছে‌৷ এর আগে  দেখা গিয়েছিল সোনাই অঞ্চলে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker