Barak UpdatesHappeningsBreaking News

শিক্ষাবিদ মোহিতরঞ্জন চক্রবর্তী প্রয়াত

ওয়েটুবরাক, ২৬ অক্টোবর : বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ, বিহাড়া যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মোহিত রঞ্জন চক্রবর্তীর জীবনাবসান ঘটেছে৷ মঙ্গলবার দুপুরে তিনি তাঁর বিহাড়া ব্রাহ্মণগ্রামের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।  বয়স হয়েছিল ৮৩ বছর৷ বহুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় শয্যাশায়ী ছিলেন৷  রেখে গিয়েছেন স্ত্রী, দুই পুত্র, দুই পুত্রবধূ সহ নাতি-নাতনী,  আত্মীয় পরিজন এবং গুণমুগ্ধদের। তাঁর বড় ছেলে  মৌলীন্দুপ্রসাদ চক্রবর্তী আইনজীবী এবং মিথিলেশ চক্রবর্তী কলেজের অধ্যাপক৷

মোহিত রঞ্জন চক্রবর্তী এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও শিক্ষকতাকেই বেছে নেন৷  গোলকনাথ হাই স্কুলে  শিক্ষকতার মাধ্যমে তাঁর পেশাগত জীবন শুরু করেন৷ পরে যোগ দেন বিহাড়া যুধিষ্ঠির সাহা হাই স্কুলে৷ স্কুলটি হায়ার সেকেন্ডারিতে উন্নীত হলে তিনিই হন প্রথম অধ্যক্ষ।

মোহিতবাবু রঞ্জন চক্রবর্তী যাত্রাভিনেতা হিসাবেও একসময় দাপিয়ে বেড়ান৷ তিনি মহানায়ক উত্তমকুমারের প্রতি ছিলেন অত্যন্ত অনুরক্ত৷ মৃত্যুর দিন পর্যন্ত তাঁর মাথার উপরে  উত্তমকুমারের বাঁধানো ছবি টাঙানো ছিল৷ এলাকার সাহিত্য-সংস্কৃতি বিকাশে মোহিতবাবুর যথেষ্ট অবদান রয়েছে৷ বৃহত্তর অঞ্চল জুড়ে মানুষ যে কোনও সমস্যায় তাঁর কাছে ছুটে যেতেন৷ তাঁর প্রয়াণে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে ৷ বিহাড়া অঞ্চলের সাধারণ জনতাও শোকস্তব্ধ হয়ে পড়েন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker