Barak UpdatesHappeningsBreaking News
জানিগঞ্জের পুজোয় এ বার দক্ষযজ্ঞ ও সতীর দেহত্যাগ, থাকবে বাহারি আলোকসজ্জা
ওয়ে টু বরাক, ২২ অক্টোবর ঃ শিলচরের ঐতিহ্যবাহী জানিগঞ্জ কালীপূজা কমিটির পুজো এ বার ৫২ বছরে পড়ল। গত দু’বছর কোভিডের কারণে বিশেষভাবে পুজো আয়োজন করা সম্ভব হয়নি। এ বছরও বন্যার কারণে নতুন সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এরপরও পুজো কমিটি সাধ্যমতো আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে । পুজো কমিটির সভাপতি রাজকুমার পাল জানান, নানা প্রতিকূলতার মধ্যেও এ বার চমক দেওয়ার চেষ্টা করছে পুজো কমিটি।
শনিবার আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজকুমার আরও জানান, এ বার দক্ষযজ্ঞ ও সতীর দেহত্যাগের কাহিনি মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরা হবে। আলো ও শব্দের মাধ্যমে এই কাহিনি জীবন্ত তুলে ধরা হবে। কমল দেবের পরিচালনায় ত্রিপুরার শিবম নাট্য সংস্থার সদস্যরা এই কাহিনি তুলে ধরবেন। পুজো মণ্ডপে তিনদিন ধরে এই শো চলবে। আনুমানিক ১৭-১৮ মিনিটের এই শো সবাইকে আকর্ষণ করবে বলে তিনি আশাবাদী। পুজো কমিটির সম্পাদক নিতাই পাল জানান, ২৪ অক্টোবর সন্ধে সাড়ে ৬টায় পুজো মণ্ডপের উদ্বোধন করা হবে। ঊদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বৈকুন্ঠানন্দজি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক রোহান কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো, প্রাক্তন পুরপতি তমাল কান্তি বণিক প্রমুখ। কর্মকর্তারা জানান, প্রতিবারের মতো এ বছরও তাঁরা মহাপ্রসাদের ব্যবস্থা রাখবেন।
জানিগঞ্জের কালীপুজোয় প্রতিবার আলোকসজ্জা বিশেষ নজর কাড়ে। এ বছরও এতে খামতি থাকছে না। জানিগঞ্জ-দেওয়ানজি বাজারের মোড়ে ও জানিগঞ্জ-তুলাপট্টির মোড়ে দুটি সুউচ্চ আলোর তোরণ বসানো হবে। এই অংশে রাস্তার পুরো উপরজুড়ে থাকবে এক্সেল লাইটের বাহার। আলোকসজ্জার দায়িত্বে থাকবে অলোক দাস। কর্মকর্তারা জানান, এ বার যে মণ্ডপটি তৈরি হবে, সেটি কাল্পনিক হবে। উচ্চতা হবে ৩৬ ফুট। এটি তৈরি করছেন জয় দাস। এছাড়া মণ্ডপের আশপাশ এলাকায় সেলফি পয়েন্টও রাখা হবে। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনাও রাখা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক রাখা হবে। তাছাড়া প্রশাসনকেও এ ব্যাপারেও সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।