Barak UpdatesHappeningsBreaking News
ভারতীয় রায়দানের পরও বিদেশি মামলা কেন, প্রশ্ন তুললেন বিচারক ধর্মানন্দ দেব
ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বর : ২০১১ সালের ৩ জানুয়ারি ফরেনার্স ট্রাইবুনাল কাটিগড়ার সিদ্ধিপুর গ্রামের ভবানী দাসকে ভারতীয় বলে রায় দিয়েছিল। পরে আবার তাঁর নামে বিদেশি নোটিশ যায়। কী আর করা! আবার উকিল-মুহুরি ধরে ট্রাইবুনালে গেলেন সিদ্ধিপুরের ওই মহিলা। ট্রাইবুনালের বিচারক ধর্মানন্দ দেব পুরনো মামলার রায়ের কথা শুনেই বিদেশি কিনা সেই বিচারে আর যাননি। পুলিশের কাছে জানতে চান, এই মহিলাই কি সেই মহিলা, যাকে এগারো বছর আগে ট্রাইবুনাল ভারতীয় বলে রায় দিয়েছিল। পুলিশ পুরনো মামলার নথি ঘেঁটে ট্রাইবুনালকে লিখিত জানিয়ে দেয়, এই ভবানী দাসকেই আগে ভারতীয় বলে ঘোষণা করা হয়েছিল।
এর পরই শিলচর ফরেনার্স ট্রাইবুনালের সদস্য ধর্মানন্দ দেব বিভিন্ন মামলার রায় উল্লেখ করে তাঁর রায়ে বলেন, একই ব্যক্তিকে বিচারের পরও একই অভিযোগে পৃথক ভাবে অভিযুক্ত করা যায় না৷ তাঁর কথায়, কোনও রায় বা অভিমত কোনও পক্ষের অপছন্দ হতেই পারে৷ সে জন্য নির্ধারিত সময়ের মধ্যে আপিলের ব্যবস্থা রয়েছে৷ তা না করে পরবর্তী কোনও সময় ফের একই অভিযোগে মামলা দায়ের অনুচিত৷
তাই কাছাড় জেলার কাটিগড়া সিদ্ধিপুর গ্রামের ভবানী দাস ভারতীয় না বিদেশি ওই বিচারেই যাননি বিচারক ধর্মানন্দ৷ রায় দেন, পুরনো রায়ের বিরুদ্ধে আগে যেহেতু চ্যালেঞ্জ জানানো হয়নি, তাই আর কোনও কথা না শুনেই বলে দেওয়া যায়, ভবানী দাস ভারতীয়৷ তিনি এখানেই এই মামলার পরিসমাপ্তি ঘটল বলেই স্পষ্ট ভাবে জানিয়ে দেন৷