Barak UpdatesHappeningsBreaking News
শিক্ষামন্ত্রীকে কাছাড় কলেজ পরিদর্শনের দাবি জানাল ইয়াসি
ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর : আসাম সরকারের উদাসীনতার দরুন শিলচরের কাছাড় কলেজে দীর্ঘদিন ধরে বিরাজমান অস্থিরতায় ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস(ইয়াসি) দুশ্চিন্তা ব্যক্ত করেছে৷ কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় বলেন, শুধু শিলচর নয়, সমগ্র রাজ্যের নাগরিকদের জন্য তা অত্যন্ত উদ্বেগের বিষয়। একদল ছাত্র কর্তৃক কলেজের অধ্যাপকদের সঙ্গে দুর্ব্যবহার ও নিগ্রহের ঘটনা এই কলেজের সুনামই নষ্ট করেনি, গুরু-শিষ্যের বন্ধনকেও কলঙ্কিত করেছে। ইয়াসি এই বিষয়ে অসম সরকারের হস্তক্ষেপ দাবি করেছে এবং কলেজের মর্যাদার স্বার্থে অবিলম্বে বিষয়টির নিষ্পত্তি করতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। ইয়াসি পাশাপাশি জানিয়ে রাখে, কোনওভাবেই ওইসব ছাত্রদের ক্ষমা করা উচিত হবে না।
তারা শিক্ষামন্ত্রীর এই তিনদিনের বরাক উপত্যকা সফরের সময় কাছাড় কলেজ পরিদর্শনের দাবি জানায়৷ অধ্যাপকদের বক্তব্য শুনে ন্যায়বিচারেরও অনুরোধ করে৷
সভাপতি সঞ্জীব জানিয়ে দেন, ইয়াসি এই ইস্যুতে অধ্যাপকদের সঙ্গে আছে এবং সমাধান না হওয়া পর্যন্ত অধ্যাপকদের পাশেই থাকবে । তারা কাছাড় কলেজ পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বকে সরিয়ে রাজনীতির সঙ্গে জড়িত নন, এমন কোনও প্রখ্যাত শিক্ষাবিদকে ওই পদে নিযুক্তি দিতে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানায়৷