Barak UpdatesHappeningsBreaking News

জিজ্ঞাসাবাদের পর মেডিক্যাল করিয়ে আটক ছাত্রদের বাড়ি যেতে দিল পুলিশ
Cachar College: 4 students taken by police allowed to go home after interrogation

Students denied any assault upon teachers & rather pointed fingers upon their teachers

ওয়েটুবরাক, ২১ সেপ্টেম্বর : শিক্ষকদের সঙ্গে অভব্য আচরণ এবং হুমকির অভিযোগে  কাছাড় কলেজ থেকে তুলে নিয়ে যাওয়া চার ছাত্রকে রাত সাড়ে দশটায় বাড়ি যেতে দিল পুলিশ৷ থানায় ঘণ্টাতিনেক বসিয়ে রেখে পুলিশ অফিসাররা অভিযুক্তদের বক্তব্য জানতে চান৷ শেষে তাদের নিয়ে যাওয়া হয় শিলচর সিভিল হাসপাতালে৷ স্বাস্থ্য পরীক্ষা করানোর পর সেখান থেকেই তাদের বাড়ি চলে যেতে বলা হয়‌৷

মামলার তদন্ত চলছে, এর বাইরে পুলিশ এ নিয়ে একটি কথাও বলতে নারাজ৷ তবে বাড়ি যাওয়ার আগে অভিযুক্ত ছাত্ররা সাংবাদিকদের বলে, তারা শিক্ষকদের হেনস্তা করেনি৷ শিক্ষকরাই বরং তাদের ওপর চড়াও হন৷ কোনও চিত্রসাংবাদিককেও তারা অপদস্ত করতে চায়নি৷ এর পরও কেউ তাদের আচরণে আঘাত পেলে তারা ক্ষমাপ্রার্থী বলে মন্তব্য করে৷

এ দিকে, এনএসইউআইর পক্ষ থেকে কাছাড় কলেজে শিক্ষক ও সাংবাদিক নিগ্রহের ঘটনার নিন্দা জানানো হয়েছে৷ তারা বলেন, নীতীশরা এবিভিপি-ই৷ এ বারের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে এবিভিপির প্রার্থী ছিল সে৷ এনএসইউআইর কাছাড় জেলা সভাপতি জুলফিকর মজুমদার জানিয়ে দিয়েছে, কোনও দুষ্কৃতীর পাশে তারা দাঁড়াবেন না৷ বরং শিক্ষক ও সাংবাদিকদের ন্যায়বিচারের জন্য তারা লড়বেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker