Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় কলেজঃ এবিভিপির সঙ্গে সম্পর্ক নেই, নীতীশরা আগেই বরখাস্ত
ABVP denounces assault on teachers of Cachar College, demands punitive measures against guilty students

ওয়েটুবরাক, ২১ সেপ্টেম্বর : কাছাড় কলেজে একদল ছাত্রের হাতে শিক্ষক ও চিত্রসাংবাদিক নিগ্রহের ঘটনার সমালোচনায় সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)৷ ছাত্র সংগঠনটির শিলচর ইউনিটের সম্পাদক কিশলয় চক্রবর্তী বলেন, বিদ্যার্থী পরিষদ রাষ্ট্রবাদী সংগঠন হিসেবে সবসময় শিক্ষক ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল৷ বুধবারের এই দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডে জড়িত ছা্ত্রদের কেউ পরিষদের সদস্য নয় বলে তিনি জানিয়ে দেন৷ এক বিবৃতিতে বলেন, নীতীশ তিওয়ারি, রাহুল কানু, দেবা নাথ এখন পরিষদের পদাধিকারী তো নয়ই, এমনকী সাধারণ সদস্যও নয়৷ গত জুলাই মাসে কাছাড় কলেজ ইউনিট কমিটি ভেঙে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়৷ পরবর্তী সময়ে বিদ্যার্থী পরিষদের অবস্থানের বিরুদ্ধে কাজ করায় তাদের সংগঠনের সাধারণ সদস্য পদ থেকেও বরখাস্ত করা হয়৷ তাই এবিভিপির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই৷

Rananuj

কিশলয় বলেন, কলেজ চত্বরে ছা্ত্রের হাতে শিক্ষক এবং সংবাদকর্মীদের আক্রান্ত হওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ এবিভিপি এই ঘটনায় জড়িত দোষীদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker