Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে ৯৪ জন বিধবা পেলেন ২৫ হাজার টাকা করে
ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর: করিমগঞ্জে মঙ্গলবার ইন্দিরা মিরি সর্বজনীন বিধবা পেনশন যোজনার অধীনে ৯৪ জন বিধবাকে এককালীন ২৫ হাজার টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা করার মঞ্জুরিপত্র প্রদান করা হয়েছে। সমগ্র রাজ্যের সঙ্গে মঙ্গলবার করিমগঞ্জেও জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় এই মঞ্জুরি পত্র প্রদান কর্মসূচি।
২০২০ সাল থেকে শুরু হওয়া এই যোজনায় ২০১৯ সালের ১ এপ্রিল বা তারপর স্বামীর মৃত্যু হওয়া ১৮ থেকে ৪৫ বছর বয়সের বিধবাদের এককালীন সহায়তার রাশি হিসেবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ২৫ হাজার টাকা রাজ্য সরকার থেকে প্রদান করা হচ্ছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অধীনে ২০২০ সাল থেকে শুরু হওয়া এই যোজনার অধীনে রাজ্যের প্রায় ২ লক্ষ বিধবাকে সহায়তার জন্য প্রতিমাসে পেনসন প্রদান করা হচ্ছে। করিমগঞ্জ জেলায় ইন্দিরা মিরি সার্বজনীন বিধবা পেনশন যোজনার অধীনে এককালীন সুবিধা পাওয়া ৯৪ জন বিধবাদের মধ্যে বদরপুর উন্নয়ন খণ্ডে ১৫ জন, দুল্লভছড়ায় ১১ জন, লোয়াইরপোয়ায় ২ জন, উত্তর করিমগঞ্জে ২১, পাথারকান্দিতে ১৪, রামকৃষ্ণনগরে ১৯ এবং দক্ষিণ করিমগঞ্জে ১২ জন হিতাধিকারি রয়েছেন। অতি শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ সরাসরি জমা হবে। পাশাপাশি অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সালের ১ এপ্রিল বা তার পরে স্বামীর মৃত্যু হওয়া মহিলারা এই প্রকল্পের জন্য নতুনভাবে আবেদন করতে পারবেন। এর জন্য গ্রাম পঞ্চায়েত বা উন্নয়ন খণ্ড অথবা শহরাঞ্চলের বাসিন্দাদের নিকটবর্তী পুর কার্যালয়ে যোগাযোগ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে করিমগঞ্জ জেলা পরিষদের সিইও রুথ লিয়ানথাং, সব কয়জন বিডিও, জেলা পরিষদের ডিপিএম এবং জেলার বিভিন্ন স্থান থেকে আসা সুবিধা প্রাপকরা অংশগ্রহণ করেন।
এদিকে, এই যোজনার রাজ্যের মূল অনুষ্ঠান তেজপুর কলেজিয়েট ময়দানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শুভারম্ভ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে উপস্থিত সবাইকে দেখানো হয়।