Barak UpdatesHappeningsBreaking News

জনতার জয় ! করপোরেশন গঠন পর্যন্ত সেলফ অ্যাসেসমেন্ট স্থগিত ঘোষণা
Process of Re-assessment of Property Tax in Silchar Municipal Board kept in abeyance: Assam Govt

ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বরঃ বিশাল জয় পেল শিলচরের জনতা। হুমকি-ধমকির পরও আন্দোলনে অনড় থাকায় রাজ্য সরকার শিলচরে সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে। যে যুক্তিতে জনগণ ফর্ম জমা থেকে দূরে সরে থাকলেন, সেই যুক্তি উল্লেখ করেই আবাসন ও নগরোন্নয়ন বিভাগের কমিশনার-সচিব এই স্থগিতাদেশ জারি করেছেন। তাতে বলা হয়েছে, যেহেতু শিলচরে পুর করপোরেশন গঠনের প্রক্রিয়া চলছে, নতুন করে সীমানা নির্ধারণ করা হচ্ছে, তাই এখানে সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়া স্থগিত রাখা হলো। পাশাপাশি এও উল্লেখ করা হয়েছে, নতুন পুর করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত এই সেলফ অ্যাসেসমেন্ট বন্ধ থাকবে।

শুরু থেকেই বারবার বলা হয়েছে, নির্বাচিত বোর্ড বা করপোরেশন ছাড়া সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়া শুরু হতে পারে না। বিশেষ করে, প্রশাসন নিজেদের মর্জিমত জমির দাম স্থির করতে পারে না। কিন্তু জনতার যুক্তি মানতে চাইছিলেন না জেলাশাসক। জনগণের ভোটে নির্বাচিত বিধায়কও সরকারি সিদ্ধান্ত মানতেই হবে বলে নিদান দিয়েছিলেন। তবে সমস্ত শ্রেণির জনগণই তাদের এমন স্বৈরাচারী মনোভাবের তীব্র প্রতিবাদ জানান। কেউ সরবে, কেউ নীরবে। একটি শ্রেণি হলো, যারা সরাসরি প্রতিবাদে সামিল হলেন, সভা-সমিতি করে জানিয়ে দিলেন, ফর্ম জমা করব না। তাদের মধ্যে যেমন বিরোধী রাজনৈতিক দলগুলি ছিল, তেমনি ছিলেন বহু অরাজনৈতিক সাধারণ মানুষ। আর এক শ্রেণির মানুষ নীরবে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন, ফর্ম তারা জমা করবেন না। প্রথম শ্রেণির জনতা মাঠে নামাতেই দ্বিতীয় শ্রেণির জনগণ সাহস পেয়েছেন। আবার এও সত্যি, ওই নীরব জনতা ফর্ম জমা দিয়ে দিলে আন্দোলন দাঁড় করানো মুশকিল ছিল।

সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম নিয়ে বিজেপি জেলা কমিটি মন্ত্রীর সঙ্গে সা্ক্ষাত করলেও জনতার উদ্দেশে দলীয় বিধায়কের মামলার হুমকির প্রেক্ষিতে সোমবারের ঘোষণায় শাসকশক্তিকে বড় ধাক্কা খেতে হয়েছে। অন্যদিকে, সেলাইনে চলা কংগ্রেস দল এই ইস্যুতে পরিণত রাজনৈতিক ভূমিকা গ্রহণে সক্ষম হলো। নিজেরা গণঅভিবর্তন ডেকে আন্দোলনকে জনতার হাতে তুলে দিলেন। ফলে নেতৃত্বে কে রইলেন, সেই প্রশ্ন বাদ দিয়েই তমালকান্তি বণিক-অতনু ভট্টাচার্যরা উপযুক্ত ফসল তুললেন।

way2barak, Sept.12: It’s the ultimate victory of the people of Silchar. The mercury of resentment concerning the self- assessment / re-assessment of property tax had reached its peak in Silchar. People were at a loss at the projected high rate of the revised property tax, which resulted in filling up of the self- assessment form by less than 10% of the people of the town. Finally, on Monday, the Assam Government issued an order and kept in abeyance the process of Re-assessment of Property Tax in Silchar Municipal Board till creation of the new Municipal Corporation.

Subsequent to the enactment of Assam Municipal Corporation Act 2022, the process of constitution of Silchar Municipal Corporation is under process with revision in boundaries. Hence, the process of Re-assessment of Property Tax in Silchar Municipal Board is kept in abeyance till creation of the new Municipal Corporation. An order to this effect was issued by the Commissioner and Secretary to the Govt of Assam, Department of Housing & Urban Affairs on 12 Sept, 2022. This was issued with the approval of the Minister, DoHUA.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker